ধেয়ে আসছে দুর্যোগ, পুজোর সপ্তমী অষ্টমী ভাসবে বৃষ্টিতে: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। মা দুর্গার বোধন হতে আর মাত্র ক’টা দিন বাকি। শরতের তুলো মেঘ ও মিঠে রোদ মাখানো দিনগুলিতে বাঙালি মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে। তবে আবহাওয়া দফতর কিন্তু খুব একটা সুখবর দিচ্ছে না এই বছর। পুজোর আগেই ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ (Weather Report)।

একটি ঘূর্ণাবর্তের পূর্বাভাস আগে থেকেই ছিল। এবার সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল মায়ানমার সাগরে ঘনীভূত হতে পারে ঘূর্ণাবর্তটি। এরপর এটি একটি দূর্বল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রেখে চলেছেন আবহাওয়াবিদরা। 

ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এমনকি, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেখানে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি তেমন না হলেও তাপমাত্রা বাড়বে। গুমোট গরমে অস্বস্তি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গবাসীর। 

কলকাতার আকাশ আজ অংশত মেঘলা থাকবে। ফলে গুমোট গরমে অস্বস্তিও বজায় থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় ঘাম হয়ে কষ্ট পেতে হবে শহরবাসীকে। একইসঙ্গে সামান্য দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে। 

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯২ শতাংশ। এছাড়াও ষষ্ঠী অবধি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলা এবং কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর দিনগুলিতে কোন জেলায় ঠিক কতটা বৃষ্টি হবে তা আজ বিকেলেই জানিয়ে দেবে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে অষ্টমী পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। নবমী থেকে বৃষ্টি বেড়ে যেতে পারে। সেখানেও কোন জেলায় কতটা বৃষ্টি হবে তা আজ বিকেলে জানাবে আলিপুর আবহাওয়া দফতর।

Subhraroop

সম্পর্কিত খবর