বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে ফের একবার ধাক্কা খেল রাজ্য। সরকারের ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্পের আইনি বৈধতা সম্পর্কিত মামলার শুনানি শেষে হাইকোর্ট রায় দিয়ে জানালো, “মমতা সরকারের প্রকল্পটি বেআইনি।”
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয় লাভের পর গোটা বাংলা জুড়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে বাংলায় অসংখ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত রেশন।
যদিও পরবর্তী ক্ষেত্রে প্রকল্পটির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রেশন ডিলারদের একটা বৃহত্তর অংশ। এক্ষেত্রে প্রত্যেকের বাড়ি গিয়ে রেশন পৌঁছে যায় দেওয়া এক প্রকার অসম্ভব জানিয়ে হাইকোর্টে দায়ের করা হয় মামলা।
উল্লেখ্য, দিল্লিতে এহেন কর্মসূচিকে ‘বেআইনি’ ঘোষণা করে দেয় সেখানকার হাইকোর্ট। তবে পরবর্তীতে কলকাতা হাইকোর্টে ‘দুয়ারে রেশন’ সম্পর্কিত মামলার রায়দান হিসেবে ডিলারদের আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃত সিনহা। তবে এদিন শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চের রায় রেশন ডিলারদের স্বস্তি দিল।
এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং চিত্তরঞ্জন সাউ মমতা সরকারের দুয়ারে রেশনকে বেআইনি বলে ঘোষণা করেন। একইসঙ্গে যে সকল স্থানে এই প্রকল্প শুরু হয়েছিল, সেগুলিও বন্ধ করে দেওয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিন আদালতের রায় প্রসঙ্গে মামলাকারী জানান, “জাতীয় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত যে আইন রয়েছে, দুয়ারে রেশন প্রকল্পটি সেটির পরিপন্থী। রাজ্য সরকার একপ্রকার জোর করে এটি চালিয়ে যাচ্ছিল। কখনো ডিলারদের ভয় দেখানো হয়, আবার কখন তাদের কাছ থেকে জরিমানা পর্যন্ত নেওয়া হয়। অবশেষে এদিন দুয়ারে রেশনকে বেআইনি ঘোষণা করে দিল আদালত।” এক্ষেত্রে অবশ্য হাইকোর্টের রায়ের পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেটাই দেখার।