৮ ঘন্টার মধ্যে পর পর দুটি বাস বিস্ফোরণে আতঙ্কিত জম্মু-কাশ্মীর! আহত দুই

বাংলাহান্ট ডেস্ক : রক্তাক্ত ভূ-স্বর্গ। একের পর এক বিস্ফোরণে (Bomb Blast) কেঁপে উঠল জম্মু কাশ্মীর (Jammu and Kashmir)। গত ৮ ঘণ্টায় দু’টি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে উপত্যকায়। দুটি দাঁড়িয়ে থাকা বাসে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে আশার কথা, দু’টি বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই বলেই জানা যাচ্ছে। আহত হয়েছেন ২ জন। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীরের পুলিস (Jammu and Kashmir Police)।

পুলিস সূত্রে খবর, ঘটনা দু’টি ঘটেছে উধমপুর জেলায়। প্রথমটি ঘটে গতকাল রাতে। দোমালি চকের একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিস্ফোরণ ঘটে রাত সাড়ে দশটার সময়। বিস্ফোরণে বাসটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে দাঁড়িয়ে থাকা অন্য বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিস বাহিনী। আহতদের উদ্ধার করে উধমপুর জেলা হাসপাতালে (Udhampur District Hospital) ভরতি করা হয়েছে।

পরের ঘটনা আজ অর্থাৎ, বৃহস্পতিবার সকালের। আবারও উধমপুর জেলায় একটি বাসে বিস্ফোরণ ঘটে। এবার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় বিস্ফোরণে কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে কাশ্মীর পুলিস। নিরাপত্তার রক্ষা করতে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে বিস্ফোরণ জায়গাটিও। পুলিস সূত্রে খবর, দুই বিস্ফোরণ স্থলের মধ্যে দূরত্ব ৪ কিলোমিটার। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।

অপরদিকে, মঙ্গলবার জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল কাশ্মীরের নিরাপত্তা রক্ষা বাহিনী। সোমবারের পর মঙ্গলবারেও জইশ-ই-মহম্মদ (Jaish-E-Mohammad) গোষ্ঠীর জঙ্গিদের খতম করে সেনা ও কাশ্মীর পুলিসের সম্মিলিত বাহিনী। উপত্যকার কুলগামের বাটপোরা এলাকায় তল্লাশি অভিযান চালিয় সেনা। সেখানেই গুলির লড়াইয়ে তিন জইশ জঙ্গিকে ধ্বংস করল নিরাপত্তা বাহিনী। গত সোমবারই পুলিসের গুলিতে মৃত্যু হয় এক জইশ জঙ্গি। পুলিস জানায়, ওই জঙ্গি পাকিস্তানের নাগরিক। এদিনের গুলির লড়াইয়ে নিহত জঙ্গিদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সীমান্ত রক্ষা বাহিনী।

Sudipto

সম্পর্কিত খবর