বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় পেয়েছে রোহিত শর্মার ভারত। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। ভারতীয় পেসাররা তিরুবনন্তপুরমের সবুজ আভাযুক্ত পিচের পূর্ণ সুবিধা নেন এবং ৩ ওভারের মধ্যে অর্ধেক দক্ষিণ আফ্রিকা দলকে তারা ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দিয়েছিল। এরপর এইডেন মার্করম, ওয়েন পার্নেল এবং কেশব মহারাজের ব্যাটে ভর করে কিছুটা লড়াই করার মতো জায়গায় স্কোরবোর্ডকে নিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
ব্যাট করতে নেমে দ্রুতই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে হারিয়ে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু লোকেশ রাহুল একটা প্রান্ত সামলে রেখে ছিলেন। অপর দিক থেকে দক্ষিণ আফ্রিকান বোলারদের ওপর পাল্টা আক্রমণ করতে থাকেন সূর্যকুমার যাদব। ফলস্বরূপ তিন হাজারেরও বেশী সময় বাকি থাকতে নিজেদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল মেন ইন ব্লুজ। রাহুল এবং সূর্যকুমার দুজনেই অর্ধশতরান করেছিলেন।
এশিয়া কাপ বাদে চলতি বছরে দুর্দান্ত ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। তিনি এই বছর কতটা দুর্দান্ত ফর্মে রয়েছে তা একটা পরিসংখ্যান সামলে আনলেই স্পষ্ট হয়ে যাবে। চলতি বছরে তিনি টি-টোয়েন্টিতে ১৮০-র ওপর স্ট্রাইক রেট সহ এবং ৪০-এর উপরে এভারেজ বজায় রেখে ৭৩২ রান করেছেন। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার এক ক্যালেন্ডার বর্ষে ৭০০ রানের গন্ডি অতিক্রম করতে পারেনি এই ফরম্যাটে।
এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান:
- সূর্যকুমার যাদব (২০২২): ৭৩২ রান, এভারেজ: ৪০.৬৬, স্ট্রাইক রেট: ১৮০.২৯
- শিখর ধাওয়ান (২০১৮): ৬৮৯ রান, এভারেজ: ৪০.৫২, স্ট্রাইক রেট: ১৪৭.১১
- বিরাট কোহলি (২০১৬): ৬৪১ রান, এভারেজ: ১০৬.৮৩, স্ট্রাইক রেট: ১৪০.২৬
সূর্যকুমার যাদব কাল আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছেন। এর আগে এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল পাকিস্তানের তারকা ওপেনার এবং উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ানের নামে। তিনি ২০২১ সালে এক ক্যালেন্ডার বর্ষে ৪২ টি টি-টোয়েন্টি ছক্কা মেরেছিলেন। চলতি বছরে সূর্যকুমার যাদব তার চেয়ে পাঁচটি ম্যাচ কম খেলে ইতি মধ্যে ৪৫ টি ছক্কা মেরেছেন এবং এখনো তিন মাসে প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন তিনি।