বাংলাহান্ট ডেস্ক : লিফটে উঠে তারিক খান নামের এক যুবকের নজর গিয়েছিল এক ফুড ডেলিভারি বয় এর দিকে। তারিক দেখেন ছেলেটির পায়ে নেই কোন জুতো। তার গোড়ালি অসম্ভব রকম ভাবে ফুলে রয়েছে। সেই অবস্থাতেও খাবার সরবরাহ করতে এসেছে সে। এত কষ্ট করেও কেন ছেলেটি কাজ করছে সেই নিয়ে কৌতুহল জেগেছিল তারিকের মনে। তাদের মধ্যে কথোপকথনের অংশ সম্প্রীতি তারিক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
- তারিক: তুমি জুতো পরে নেই কেন?
- ডেলিভারি বয়: আজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পায়ে লেগে গোড়ালি ফুলে রয়েছে।
- তারিক: তোমার তো বিশ্রামের প্রয়োজন। এত কষ্ট করে কাজ করছ কেন?
- ডেলিভারি বয়: স্যার আমার পরিবারে একমাত্র আমি রোজগেরে। কাজ না করলে ওদের খাওয়াতে পারবো না।
এই সামান্য কথোপকথনের রেশ ঘিরে ধরেছিল তারিককে। সেই ডেলিভারি বয় কে দেখে তার রীতিমত কষ্ট হচ্ছিল তার। আমাদের জীবন নিয়ে প্রতিটি মুহূর্তে কত না অভিযোগ থাকে। কিন্তু এই ডেলিভারি বয়টি পায়ে অসহ্য কষ্ট নিয়েও খালি পায়ে তার কাজ করে যাচ্ছে।
তারিক সামান্য এই কথোপকথনের মাধ্যমে শিখলেন জীবনের এক অনন্য অধ্যায়। তারিক অন্যদের সাথে তার এই অভাবনীয় মুহূর্তটি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই কথোপকথনটি শেয়ার করার সাথে সাথে তিনি লেখেন,” এই মানুষদের থেকে শিক্ষা নিয়ে জীবনে আরও পরিশ্রম করার তাগিদ জন্মায়। সত্যিই অভাবনীয় ! ‘ তারিক ও এই ডেলিভারি বয়ের কথোপকথন এখন মন ছুঁয়ে গেছে নেট নাগরিকদের।