দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T-20 ম্যাচেই প্রথম ভারতীয় হিসেবে এই অনন্য নজির গড়েছেন রাহুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল। একাধিক তারকা ক্রিকেটারের চোট চিন্তা বাড়িয়েছে রোহিত শর্মার। চোটের জন্য রবীন্দ্র জাদেজা তো বটেই, এখন হয়তো যশপ্রীত বুমরাকেও বিশ্বকাপে পাবে না ভারত। এমন অবস্থায় ভারতের বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্নে মূল ভরসা হয়ে দাঁড়াচ্ছে সেই ব্যাটিংই।

ব্যাট হাতে এইমুহূর্তে ভারতীয় দলে সবচেয়ে ভালো ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপে তার ব্যাট কথা বলেনি। কিন্তু তা বাদে গত এক বছরে ভারত যে কয়েকটা টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, প্রত্যেকটিতে ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার। তিনি ছাড়াও রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিছু ভালো ইনিংস খেলেছেন ঠিকই কিন্তু পরপর ম্যাচে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হচ্ছেন দুই তারকা।

এমন অবস্থায় সূর্যকুমারের পাশাপাশি ভারতীয় দলের ব্যাটিংয়ের বড় ভরসা আবারও হয়ে উঠছেন লোকেশ রাহুল। চলতি বছরের শুরুর দিকে তিনি কুঁচকিতে চোটের কারণে বেশ কিছুদিনের জন্য ছিটকে গিয়েছিলেন। তিনি ভারতীয় দলে যখন ফিরলেন তখন তাকে সেই পুরনো এবং পরিচিত ছন্দে পাওয়া যাচ্ছিল না। ফলে চিন্তিত হয়ে উঠেছিলেন ভারতীয় সমর্থকরা।

kl rahul strike rate

কিন্তু গত কয়েকদিন ধরে তার ব্যাটিং দেখে মনে হচ্ছে যে তিনি আবার একবার ওপেনিংয়ে ভারতকে ভরসা দেওয়ার জন্য তৈরি। এশিয়া কাপের আফগানিস্তান ম্যাচ থেকে তাঁর ব্যাট কথা বলতে শুরু করেছিল। ভারতের হয়ে শেষ পাঁচ ম্যাচে তিনি তিনটি অর্ধশতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যে পিচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দ্রুত আউট হয়ে ফিরে গিয়েছিলেন সেই পিচেই তিনি ধৈর্যের সঙ্গে পড়ে থাকেন এবং এক প্রান্ত সামলে রেখে সূর্যকুমার যাদবকে আক্রমণ করতে সুবিধা করে দেন, যে পরিকল্পনা ভারতের জয়ে কার্যকরী ভূমিকা রেখেছিল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে অর্ধশতরান করার সাথে সাথেই একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রাহুল। তিনি বর্তমানে একমাত্র ভারতীয় ব্যাটারে পরিণত হয়েছেন যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সি গায়ে ১১ টি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতরান করতে পেরেছেন। কোনও সন্দেহ নেই এই নিয়ে যে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ইনিংস ভালোভাবে শুরু করার জন্য তার ওপর অনেকটাই নির্ভর করবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর