নরেন্দ্র মোদীকে 5G-র গুণাবলি বোঝালেন আকাশ আম্বানি, নতুন ইতিহাস গড়ল ভারত

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লিতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের (IMC 2022) ষষ্ঠ সংস্করণে 5G পরিষেবা চালু করেছেন। 5G প্রযুক্তি ভারতে মোবাইল ব্যবহারকারীদের নির্বিঘ্ন কভারেজ, উচ্চ ডেটা রেট, কম লেটেন্সি এবং নির্ভরযোগ্য যোগাযোগ প্রদানের প্রতিশ্রুতি দেয়। দেশের সবচেয়ে বড় দুটি টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থা Airtel এবং Reliance Jio ঘোষণা করেছে যে তারা চলতি বছরেই গ্রাহকদের জন্য শুরু করবেন 5G পরিষেবা ।

দেশের দুটি বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী এয়ারটেল এবং রিলায়েন্স জিও ঘোষণা করেন যে তারা এই বছর 5G পরিষেবা শুরু করবে, তবে, এখনও পর্যন্ত শুল্ক সম্পর্কে কোনও কিছু স্পষ্ট ভাবে জানানো হয় নি এবং কখন থেকে ব্যবহারকারীরা 5G পরিষেবা পাবেন সে বিষয়েও স্পষ্ট ভাবে কোনো উল্লেখ করা হয়নি।

নয়াদিল্লির প্রগতি ময়দানে একটি প্রদর্শনীতে যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মোবাইল কংগ্রেসের প্রদর্শনীতে 5G পরিষেবা সম্পর্কিত পরিষেবাগুলি পর্যবেক্ষণ করেন।রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি 5G পরিষেবা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিতভাবে জানান ।‘স্মার্ট ফার্মিং’-এ কীভাবে 5G প্রযুক্তি দক্ষতার সঙ্গে ব্যবহার করা যায় সে বিষয়ে পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।

5G টেলিকম পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের (IMC 2022) ষষ্ঠ সংস্করণে 5G পরিষেবা চালু করেন। 5G এর 4G এর তুলনায় দশ গুন বেশি দ্রুত কাজ করবে ।

প্রধানমন্ত্রীকে আজ 5G প্রযুক্তি পরিষেবা সম্পর্কে জানানো হয়েছিল যে কীভাবে 5G দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে এবং দ্রুত সতর্কতা নিশ্চিত করা হবে সে সম্পর্কে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়।

টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রিলায়েন্সের ধনকুবের মুকেশ আম্বানি, ভারতী এয়ারটেলের সুনীল ভারতী মিত্তল এবং ভোডাফোন আইডিয়ার কুমার মঙ্গলম বিড়লা সহ, তিনি এন্ড-টু-এন্ড 5G প্রযুক্তির দেশীয় উন্নয়ন নিয়ে আলোচনা করেন বিস্তারিত ভাবে ।

আজ, প্রধানমন্ত্রী মোদি ভারতে 5G পরিষেবা চালু করলেন। টেলিকমের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। টেলিকম হল গেটওয়ে, ডিজিটাল ইন্ডিয়ার ভিত্তি। এটি প্রতিটি মানুষের কাছে ডিজিটাল পরিষেবা নিয়ে আসার মোড।

5G 1 1

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন মুকেশ আম্বানি। তিনি বলেন , “আমরা যা প্রদর্শন করেছি তার জন্য খুবই গর্বিত। COAI (সেলুলার অপারেটর Assn of India) এবং DoT (Dept of Telecom), আমি বলতে পারি আমরা নেতৃত্ব নিতে প্রস্তুত এবং ভারতীয় মোবাইল কংগ্রেস এখন এশিয়ান মোবাইল কংগ্রেস এবং গ্লোবাল মোবাইল কংগ্রেস হওয়া উচিত।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর