বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিরুবনন্তপুরমে মাটিতে প্রথম ম্যাচে মূলত বোলারদের দাপটে সহজ জয় পেয়েছিল ভারতীয় দল। আজকের ম্যাচেও সেই ধারা বজায় রাখতে আগ্রহী রোহিত শর্মারা। দলের গোটা বোলিং ইউনিট দুর্দান্ত পারফরম্যান্স করেছিল গত ম্যাচে। তাই এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা কম।
গত ম্যাচে নতুন বল হাতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসাররা। শেষ দিকে কেশব মহারাজের দৌলতে কিছুটা সম্মানজনক স্কোর করেছিল প্রোটিয়ারা। বিশ্বকাপে দুই দল একই গ্রূপে রয়েছে। তেম্বা বাভূমারা আজ গত ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইবেন না, কারণ সেটা বিশ্বকাপের আগে তাদের মনোবলে বড় প্রভাব ফেলতে পারে।
ভারতীয় দল এখন চোট আঘাতের জন্য একাধিক খেলোয়াড়কে দলে পাচ্ছেন না। তাই তাদের পক্ষে এই দাপুটে পারফরম্যান্স তাদের বিশ্বকাপ প্রস্তুতির একটা অত্যন্ত বড় প্রয়োজন। এই আত্মবিশ্বাসই তফাৎ গড়ে দিতে পারে এবং একজন সীমিত ক্ষমতা সম্পন্ন ক্রিকেটারকে মহীরুহে পরিণত করতে পারে। তাদের ভরসা দেওয়ার জন্যই হয়তো রোহিত আজ প্রথম একাদশে কোনও পরিবর্তন করবেন না।
সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবি অশ্বিন, দীপক চাহার, অর্শদীপ সিং
সম্ভাব্য দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, ডেভিড মিলার, তেম্বা বাভুমা, রিলি রশৌ, স্টাবস, এইডন মার্করাম, কাগিসো রাবাদা, তারাবাজ শামসি, অঁরিখ নোকিয়া, কেশব মহারাজ, ওয়েন পার্নেল