HP, Dell, Lenovo-র দিন শেষ! এবার মাত্র ১৫,০০০ টাকায় ল্যাপটপ দেবেন মুকেশ আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার দ্বিতীয় শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর একাধিক কর্মকান্ডের জেরে প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন। সেই রেশ বজায় রেখেই তিনি এবার আরও একটি বড়সড় পদক্ষেপ গ্ৰহণ করতে চলেছেন বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, এবার তাঁর কোম্পানি Reliance Jio একটি সস্তার ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। যেটির নাম রাখা হয়েছে JioBook। পাশাপাশি, নতুন এই JioBook-এর দাম হবে মাত্র ১৮৪ ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ১৫ হাজার টাকা। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই ওই সংস্থা এর আগে JioPhone-নামের একটি সস্তা স্মার্টফোন বাজারে নিয়ে এসেছিল। যা তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এমতাবস্থায়, ল্যাপটপের ক্ষেত্রেও ওই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় সংস্থা। বর্তমানে দেশের ল্যাপটপের বাজারে HP, Dell এবং Lenovo-র মত কোম্পানিগুলির আধিপত্য বজায় রয়েছে। এই আবহে ল্যাপটপের বাজারে Reliance-এর সংযুক্তি বাকি ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থাগুলিকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, Reliace Jio-র ল্যাপটপে 4G সিম বসানো হবে। এর জন্য কোম্পানিটি বিশ্বের নামকরা দুই টেক সংস্থা কোয়ালকম (Qualcomm) এবং মাইক্রোসফটের (Microsoft) সঙ্গে হাত মিলিয়েছে বলেও জানা গিয়েছে। কোয়ালকম মূলত এই কাজের জন্য চিপ টেকনোলজি সরবরাহ করবে এবং মাইক্রোসফ্ট কিছু অ্যাপের জন্য প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বর্তমানে Jio হল দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। ইতিমধ্যেই এর গ্রাহক সংখ্যা ৪২ কোটি ছাড়িয়েছে। যদিও, সংশ্লিষ্ট সংস্থা JioBook নিয়ে এখনও কোনো বিস্তারিত মন্তব্য করেনি।

দেশেই তৈরি হবে Reliance-এর ল্যাপটপ: সূত্র অনুযায়ী, Reliance-এর ল্যাপটপ চলতি মাসেই স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে পাওয়া যাবে। আগামী তিন মাসের মধ্যে এর কনজিউমার লঞ্চ করা হতে পারে। পাশাপাশি, JioPhone-এর মতো এটির 5G সংস্করণও পরে আসবে। উল্লেখ্য যে, গত বছর লঞ্চ হয়েছিল Jio ফোন। এটি ১০০ ডলারের কম ক্যাটাগরিতে সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তকমা পেয়েছে। কাউন্টারপয়েন্টের মতে, গত তিনটি ত্রৈমাসিকে এটি বাজারের ২০ শতাংশ দখল করেছে।

পাশাপাশি, JioBook-কেও আমাদের দেশেই তৈরি করা হবে। এজন্য কোম্পানিটি চুক্তি প্রস্তুতকারক ফ্লেক্সের সঙ্গে হাত মিলিয়েছে। কোম্পানি আশা করছে যে এটি ল্যাপটপের ক্ষেত্রেও JioPhone-এর মত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। ইতিমধ্যেই আগামী মার্চের মধ্যে কয়েক লক্ষ ল্যাপটপ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানিটি। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, গত বছর দেশে বিক্রির জন্য ১.৪৮ কোটি PC পাঠানো হয়েছে। পাশাপাশি, বর্তমানে এই বাজারে HP, Dell এবং Lenovo-র প্ৰভাব সবচেয়ে বেশি রয়েছে বলেও জানানো হয় সেখানে।

JIO LAPTOP 1

ক্রমশ প্রভাব বিস্তার করছে Jio: এই প্রসঙ্গে কাউন্টারপয়েন্টের বিশ্লেষক তরুণ পাঠকের মতে, JioBook লঞ্চের ফলে দেশে ল্যাপটপ মার্কেট সেগমেন্ট অন্তত ১৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এই ল্যাপটপে Jio-র নিজস্ব অপারেটিং সিস্টেম JioOS ইনস্টল করা থাকবে এবং এতে JioStore থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে। Jio মূলত এই ল্যাপটপের জন্য সেইসব কর্পোরেট কর্মীদের টার্গেট করছে যাঁরা বর্তমানে বাড়ি থেকে কাজ করছেন। ওই কর্মীদের জন্য Jio-র ল্যাপটপ ট্যাবলেটের বিকল্প হয়ে উঠতে পারে। উল্লেখ্য যে, Jio ২০২০ সালে KKR & Co Inc এবং সিলভার লেকের মতো বড় বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২২ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। পাশাপাশি, ২০১৬ সাল থেকে টেলিকম সেক্টরেও প্রভাব তৈরি করে কোম্পানিটি। সর্বোপরি, সংশ্লিষ্ট সংস্থাটি গত বছর একটি সস্তার 4G স্মার্টফোনও লঞ্চ করেছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর