পরের বছর থেকে আর দুর্গাপুজো করবে না BJP! ‘দম ফুরিয়ে গিয়েছে’, চরম কটাক্ষ তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ ‘বিপুল পরিমাণ খরচ আর সেই কারণে পরের বছর থেকে দুর্গা পুজো করতে সক্ষম হবে না বিজেপি’, EZCC-তে দুর্গাপুজোর (Durga Puja) উদ্বোধন করতে এসে ঠিক এহেন মন্তব্য করেছিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ২০২০ সালে পুজোর উদ্বোধন করে পরপর তিনবার দুর্গোৎসব আয়োজন করে তারা। তবে পরের বছর থেকে কেন সেই উৎসব আর পালন করা হবে না, তা নিয়ে শুরু হয় জোর চর্চা আর এবার বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল (Trinamool Congress)।

এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিজেপি পুজো আর করবে না। এই মন্তব্যই ওরা করেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আসলে ওদের দম ফুরিয়ে গিয়েছে। তবে একটা ব্যাপার দেখতে হবে, তৎকাল বিজেপি যেন আবার পুরনো ছবি দেখিয়ে সেটাকে বিজেপির দুর্গাপুজো না বলে বসে। আজ যে তৎকালে আছে, তার কালকে দল ছাড়তে বেশি সময় লাগার কথা নয়। আসলে ওদের নেতাদের কোনরকম পুজো কিংবা পাড়া কিছু নেই। ওদের দেউলিয়াপনাটা সবার সামনে এসে গিয়েছে।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় দুশোর ওপর ভোটে জয় লাভ করার বিষয়ে স্বপ্ন দেখায় বিজেপি। এক্ষেত্রে ২০২০ সালে ইজেডসিসি-তে দুর্গাপুজোর উদ্বোধনের মাধ্যমে বড় চমক দেয় তারা। তবে এ সকল পরিকল্পনা কেবল বিধানসভা ভোটে ভালো ফল করার জন্য বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল।

তবে বর্তমানে বিতর্ক বেঁধেছে সুকান্ত মজুমদারের একটি কথায়। সম্প্রতি দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে তিনি বলেন, “দুর্গাপুজো আয়োজন করার জন্য বিপুল পরিমাণ টাকা খরচ হয়। প্রতি বছর ১৫ থেকে ১৬ লক্ষ টাকা খরচ হয়ে যায়। এত বিপুল পরিমাণ টাকা খরচ করা এক প্রকার মুশকিল। দুর্গাপুজোর উদ্বোধন করলে পরপর তিনবার তা করতে হয়। তাই এ বছর আমরা দুর্গোৎসবের আয়োজন করেছি।” একইসঙ্গে পরের বছর থেকে দলের তরফে দুর্গাপুজোর আয়োজন করা হবে না বলে জানিয়ে দেন সুকান্তবাবু।

tmc bjp 1 2

বিশেষজ্ঞদের মতে, গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে বিপুল পরিমাণ ভোটে হারার পর থেকেই বিজেপির মনোবল তলানিতে। এক্ষেত্রে একের পর এক নেতারা যেমন দল ছেড়েছেন, আবার অপরদিকে দলীয় সংগঠন বিপুল হারে নিচে নেমেছে। ঠিক এই কারণেই দলের তরফ থেকে দুর্গাপুজোর আয়োজন আর দীর্ঘায়িত করা হবে না বলেই মত তাদের।

Sayan Das

সম্পর্কিত খবর