পুজোর নতুন প্রেম চর্চা, মিতুল-রুদ্র আরাত্রিকা-শৌর্যর যুগল ছবি রাতারাতি ভাইরাল নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো (Durgapuja) হোক বা সরস্বতী পুজো, বাঙালি প্রেম ছাড়া থাকতে পারে না। পুজোর কটা দিন রাস্তায় রাস্তায়, মণ্ডপে মণ্ডপে প্রচুর যুগল দেখা গিয়েছে। সেলিব্রিটিরাও পিছিয়ে নেই। পুরনো জুটিরা যেমন সঙ্গীদের সঙ্গে পুজো কাটিয়েছেন, তেমনি অনেক নতুন জুটিরও দেখা মিলেছে সোশ‍্যাল মিডিয়ায়। পুজো উপলক্ষেই মনের মানুষের ছবিও প্রকাশ‍্যে এনেছেন পর্দার ‘মিতুল’ ওরফে আরাত্রিকা মাইতি (Aratrika Maity)।

জি বাংলার ‘খেলনা বাড়ি’র দৌলতে মিতুলের সঙ্গে সবারই পরিচয় হয়ে গিয়েছে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আরাত্রিকাকে। সিরিয়ালে মিতুল ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী হলেও বাস্তবে কিন্তু ব‍্যাপারটা একেবারেই অন‍্য। অফস্ক্রিনে মিতুলের মনের মানুষ কে? পুজোয় আরাত্রিকা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন।

Aratrika khelna bari
আরাত্রিকার মনের মানুষও অভিনয় ইন্ডাস্ট্রিরই এবং যথেষ্ট জনপ্রিয়ও বটে। তিনি অভিনেতা শৌর্য ভট্টাচার্য। আসলে গত সপ্তমী এবং অষ্টমীতে শৌর্যর সঙ্গে বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করেছিলেন আরাত্রিকা। দুদিনই রঙ মিলান্তি সাজে সেজেছিলেন দুজনে। সপ্তমীতে নিজেদের নীলে সাজিয়েছিলেন তাঁরা। অষ্টমীতে পরেছিলেন সাদা শাড়ি এবং একই রঙা পাঞ্জাবি।

https://www.instagram.com/p/CjOPtFshkig/?igshid=YmMyMTA2M2Y=

না, স্পষ্ট করে কিছুই বলেননি আরাত্রিকা। তবে তাঁদের ছবি, একে অপরের দিকে তাকানোর ভঙ্গি এবং কমেন্ট দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করেই নিয়েছেন। উল্লেখ‍্য, এর আগে ‘অগ্নিশিখা’ সিরিয়ালে  একসঙ্গে অভিনয় করেছিলেন আরাত্রিকা এবং শৌর্য। জি বাংলায় ‘উমা’ সিরিয়ালে খলনায়িকা আলিয়ার স্বামী রুদ্রর ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন শৌর্য। এখন তাঁকে দেখা যাচ্ছে সান বাংলার ‘সাথী’ সিরিয়ালে।

https://www.instagram.com/p/CjP06xgBTNX/?igshid=YmMyMTA2M2Y=

অন‍্যদিকে খেলনা বাড়ি আরাত্রিকার দ্বিতীয় সিরিয়াল। তিনি আসলে ঝাড়গ্রামের মেয়ে। মাধ‍্যমিকের পরেই অভিনয়ে পা রাখেন তিনি। লকডাউনের সময়ে অডিশন দিতে ঝাড়গ্রাম থেকে কলকাতায় এসেছিলেন আরাত্রিকা। প্রথমে জি বাংলার ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই চরিত্রে কোনো সংলাপ ছিল না। তারপর ‘অগ্নিশিখা’ আর এখন ‘খেলনা বাড়ি’।

Niranjana Nag

সম্পর্কিত খবর