বাংলা হান্ট ডেস্কঃ ‘কোনো দেশের রাষ্ট্রপতি যেন দ্রৌপদী মুর্মুর মত না হয়’, এবার দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতির বিরুদ্ধে চরম কটাক্ষ করে বসলেন কংগ্রেস (Congress) নেতা উদিত রাজ (Udit Raj)। যদিও তাঁর মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)।
সম্প্রতি দেশে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে বিরোধীদের পদপ্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে জয়লাভ করেন বিজেপি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এরপর থেকেই তাঁকে উদ্দেশ্য করে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস নেতা-মন্ত্রীরা।
সম্প্রতি কংগ্রেস নেতা অজয় কুমার দ্রৌপদীদেবীকে ‘অশুভ মতাদর্শের প্রতিনিধি’ বলে কটাক্ষ ছুড়ে দেন। আবার অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাঁকে ‘রাষ্ট্রপত্নী’ বলেও আক্রমণ শানান আর এবার আসরে নামলেন উদিত রাজ।
একটি টুইট করে কংগ্রেস নেতা লেখেন, “দ্রৌপদী মুর্মুর মতো রাষ্ট্রপতি যেন কোন দেশে না হয়। চামচাগিরির একটা সীমা রয়েছে। ৭০ শতাংশ মানুষ নাকি গুজরাটের লবণ খায়। আপনি যদি তা খেয়ে জীবন অতিবাহিত করতেন, তাহলে জানতে পারতেন।”
তাঁর এই টুইটকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। দেশের মহিলা রাষ্ট্রপতির বিরুদ্ধে কিভাবে এহেন কটাক্ষ করা যায়, তা নিয়ে কংগ্রেস নেতার সমালোচনা সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, “ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছেন উদিত রাজ, তা অনুচিত। আসলে সাংবিধানিক পদে থাকা মানুষদের অপমান করার রেকর্ড অতীতে বহুবার রয়েছে কংগ্রেসের। ওদের কাছে এহেন ঘটনা নতুন নয়। এ ঘটনার নিন্দা করি।”