উধাও কেক-পুষ্পস্তবক, নেই দলীয় শুভেচ্ছা-বার্তা! জন্মদিনে নিঃসঙ্গতাই আশ্রয় পার্থ চট্টোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ জন্মদিন মানেই নাকতলার (Naktala) বাড়িতে সকাল হতেই ভিড় শুরু করে দেন অসংখ্য কর্মী-সমর্থক এবং অনুগামীরা  বাড়িতে মা এবং স্ত্রীয়ের হাতে পায়েস এবং পরবর্তীতে কখনো কেক কাটা, আবার কখনো ফিটন গাড়ি করে ঘুরে বেড়ানো; বিগত বেশ কয়েক বছর ধরে জন্মদিনে এহেন ছবি ধরা পড়লেও এ বছর চিত্র সম্পূর্ণই ভিন্ন। এ বছর প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) নিভৃতে জন্মদিন কাটালেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

কর্মী-সমর্থক কিংবা অনুগামীদের শুভেচ্ছা বার্তা নেই। দলীয় তরফ থেকেও কোনরকম ঘোষণা ছাড়াই এ বছর একাকিত্বেই কাটলো পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন। এক্ষেত্রে পুজো চলাকালীন কিছু সময়ের জন্য জেলের পুজো দেখতে আসলেও এদিন জেল কক্ষের বাইরে বের হতে দেখা যায়নি প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। এক্ষেত্রে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে সিবিআই, ইডি হয়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ।

অতীতে আদালতের নিকট একাধিকবার জামিনের আবেদন করলেও মেলেনি স্বস্তি। এমনকি, সম্প্রতি আদালতের নিকট জামিনের আবেদনটুকু করেননি তিনি প্রাক্তন তৃণমূল মহাসচিব। এই পরিস্থিতিতে এদিন জন্মদিন যে জাঁকজমক ছাড়াই হবে, তা এক প্রকার নিশ্চিত ছিল। উল্লেখ্য, গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা জানতে রিপোর্ট তলব করেছে আদালত। তবে এক্ষেত্রে অতীতে একাধিকবার অশ্রু চোখে জামিনের প্রার্থনা করলেও শেষ পর্যন্ত কবে ছাড়া পান পার্থ, সেদিকেই তাকিয়ে সকলে।

প্রসঙ্গত, অতীতে স্ত্রী বাবলি এবং মা শিবানী চট্টোপাধ্যায় জীবিত থাকাকালীন সময়ে পায়েস খেয়ে জন্মদিন উদযাপন করতেন পার্থ। পরবর্তীতে স্ত্রী এবং মা মারা গেলেও কমেনি কর্মী-সমর্থক এবং অনুগামীদের শুভেচ্ছা বার্তা। কখনো নয়া পাঞ্জাবি পরে ফিটন গাড়িতে ভ্রমণ, আবার কখনো নাকতলা পুজো কমিটির সঙ্গে কেক কাটা এবং আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে গোটা দিন কাটাতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Untitled design 2022 08 31T180852.980

তবে এ বছর সহায়তা করেনি ভাগ্য। এসএসসি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে বিগত দুই মাসের ওপর সময় ধরে হেফাজতে রয়েছেন তিনি। এক্ষেত্রে একদিকে যখন অসংখ্য মানুষ তাঁর সমালোচনায় সরব হয়েছেন, আবার অপরদিকে দলের বহু নেতা-মন্ত্রীরাই সঙ্গ ছেড়েছে পার্থর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এ বছর ৭১ বছরে পা দিলেও জেলের বাইরে কবে পদার্পণ করবেন তিনি, তা নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বিস্তর জল্পনার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর