বাংলাহান্ট ডেস্ক: উৎসবের মরশুম শেষে মন ভারী করা খবর এসে পৌঁছাল বলিউড থেকে। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি (Arun Bali)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার ৭ অক্টোবর ভোর সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। উৎসবের মরশুমের শেষে প্রবীণ অভিনেতার আচমকা মৃত্যু সংবাদ শোকের পরিবেশ তৈরি করেছে।
বিগত বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ ছিল অরুণ বালির। এক বিরল নিউরোমাসকুলার অসুখ Myasthenia Gravis এ ভুগছিলেন। এমনকি চলতি বছরের শুরুতে মুম্বইয়ের হীরনন্দানি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল অভিনেতাকে। কিন্তু শেষমেষ শেষরক্ষা হল না।
বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এবং খ্যাতনামা অভিনেতা ছিলেন অরুণ বালি। বহু ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। থ্রি ইডিয়টস, পানিপত, কেদারনাথ, হে রাম, রেডি, দন্ড নায়ক, জমিন, পুলিসওয়ালা গুন্ডা, রাম জানে, ফুল অউর অঙ্গার, রাজু বন গয়া জেন্টলম্যান, লগে রহো মুন্নাভাই, বরফি, সম্রাট পৃথ্বীরাজ, লাল সিং চাড্ডা এর মতো জনপ্রিয় সব ছবিতে কাজ করেছেন তিনি।
শুধু কি বড়পর্দা, ছোটপর্দাতেও একাধিক ক্লাসিক টেলিভিশন সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯১ এর পিরিয়ড ড্রামা ‘চাণক্য’ তে কিং পোরাস এর ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ বালি। দূরদর্শনের ‘স্বাভিমান’এ কুনওয়ার সিং, আনডিভাইডেড বেঙ্গলে মুখ্যমন্ত্রী, হে রামের মতো বহু নামীদামী সিরিজে অভিনয় করেছেন তিনি।
অভিনেতা ছাড়া প্রযোজনাতেও জাতীয় পুরস্কার জিতেছিলেন অরুণ বালি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। শেষবার ‘গুডবাই’ ছবিতে অভিনয় করেছিলেন অরুণ বালি। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মন্দানা। কিন্তু ছবির মুক্তি আর দেখে যেতে পারলেন না তিনি।
এক ছেলে ও দুই মেয়ে রয়েছে অভিনেতা অরুণ বালির। দুই মেয়েই থাকেন আমেরিকায়। আগামীকাল ৮ অক্টোবর দেশে ফিরবেন তাঁরা। তারপরেই হবে অভিনেতার শেষকৃত্য।