বাংলাহান্ট ডেস্ক : হিন্দু দেব-দেবীদের (Hindu Deities) আর পুজো আর করা যাবে ন।। আম আদমি পার্টি বা আপ (AAP) মন্ত্রীর এই শপথের ভাইরাল ভিডিও ঘিরে এই মুহুর্তে তোলপাড় দেশীয় রাজনীতি। গত বুধবার নয়াদিল্লির (New Delhi) আম্বেদকর ভবনে ধর্মান্তকরণের অনুষ্ঠানের আয়োজন করে একটি সংগঠন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম।
এই অনুষ্ঠানেই তিনি শপথবাক্য পাঠ করেন। ভাইরাল ভিডিয়ো অনুযায়ী শপথ বাক্য পাঠের সময় আপ মন্ত্রী বলেন, ‘আমার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উপর কোনও বিশ্বাস নেই। এই দেবতাদের আমি পুজোও করি না। রাম বা কৃষ্ণের উপরেও আমার কোনও বিশ্বাস নেই। যাঁদেরকে অবতার বলে চালানো হচ্ছে।’ রাম বা কৃষ্ণ পুজোই তিনি করেন না বলে শপথ বাক্যে দাবি করেন তিনি। এই ভিডিও সামনে আসার পর থেকেই কেজরিওয়ালের দলের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে বিভিন্ন হিন্দু সংগঠন।
আপ মন্ত্রীর ভাইরাল ভিডিও সামনে আসতেই আসরে নেমে পড়ে গেরুয়া শিবিরও। ওই ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রী রাজেন্দ্র পাল ভারত বিভাজনের প্রকল্প নিয়েছেন। কোনও ভুল নেই যে হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর মূল কারিগর কেজরিওয়ালই।’ অমিত মালব্যর পাশাপাশি এই প্রসঙ্গে সরব হয়েছেন আরেক দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও। তিনি এদিন বলেন, ‘এভাবে তো হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মকেই অপমান করা হল। আপের মন্ত্রীর কার্যকলাপ দেখে মনে হচ্ছে, উনি হিংসাকে আমন্ত্রণ জানাতে চাইছেন।’ এরই সঙ্গে আপের ওই মন্ত্রীকে দল থেকে নির্বাসন দেওয়ারও দাবি তুলেছেন তিনি।’