প্রতিমা নিরঞ্জন ঘিরে তুমুল উত্তেজনা তারকেশ্বরে, সিভিক ভলেন্টিয়ারের হাতে আক্রান্ত পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : দুর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো হুগলির তারকেশ্বরে। প্রতিমা নিরঞ্জনের সময় হঠাৎই দেখা যায় বিশৃঙ্খলা। এরই মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের হাতে আক্রান্ত হন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ কর্মী। এই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার সহ মোট ছয় জনকে।

জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। তারকেশ্বরের সামসেরপুর এলাকার একটি ক্লাবের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়েছিল, শোভাযাত্রার ভিড়ের মধ্যে পুজো উদ্যোক্তারা এক অটোচালককে অনুরোধ করেন ধীরে গাড়ি চালানোর জন্য। এরপর ওই অটোচালক ক্ষিপ্ত হয়ে প্রায় ৫০ জনের একটি দল নিয়ে আক্রমণ করেন পূজো উদ্যোক্তাদের উপর।

সূত্রের খবর, সেই দলে ছিলেন হরিপাল থানার এক সিভিক কর্মী পশুপতি মালিক। পাশাপাশি অভিযোগ, ওই দলটি কর্তব্যরত পুলিশদের উপরেও হামলা চালিয়েছে। এই ঘটনার পর তারকেশ্বর থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার পশুপতি মালিক সহ মোট ছয় জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় মোট বারোটি অটো। শুক্রবার তারকেশ্বর থানার পক্ষ থেকে ধৃতদের তোলা হয় চন্দননগর মহকুমা আদালতে।

meerut monk murder

প্রসঙ্গত, এই বছর দুর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বেশ কিছু দুর্ঘটনার খবর সামনে এসেছে। জলপাইগুড়িতে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে ৮ জনের মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এছাড়াও দশমীর দিন বাবুঘাটে কাঠামো তোলার যন্ত্রের ত্রুটিকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুজো কমিটির সদস্য ও পুর কর্মীরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর