পাকিস্তানের মিডল অর্ডারই ওদেরকে ভারতের কাছে হারিয়ে দেবে, মত প্রাক্তন তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষবার ২০২২ সালের এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের দুটি ম্যাচের একটিতে জয় পেয়েছে ভারত, অপরটিতে জয় পেয়েছে পাকিস্তান। এরপর তারা আবার চলতি মাসের শেষের দিকে মেলবোর্নের মাটিতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচে কি হতে পারে সেই নিয়ে এখন থেকেই আশঙ্কায় দিন গুনছেন ফুটবলপ্রেমীরা।

এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় দল শেষ ওভারে গিয়ে জয় পেয়েছিল। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার দৌলতে সেবার ম্যাচ জিতে ফেলেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুপার ফোর পর্যায়ে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে ভারতীয় দলকে হারের মুখ দেখতে হয়। বিরাট কোহলি সেই ম্যাচে অর্ধশতরান করেও ভারতকে বাঁচাতে পারেননি।

ভারতীয় ভক্তদের জন্য হিসাবটা খুবই সোজা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ বড় ব্যবধানে জয় চান তারা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের লজ্জা নিয়ে গিয়েছিল। সেটিই ছিল বিশ্বকাপে ভারতের পাকিস্তানের কাছে প্রথম হার। এবারও বড় ব্যবধানে জয় ছাড়া সেই ক্ষত মিটবে না বলে অনেকেই মনে করছেন।

২৩ তারিখ সেই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার দুটি দলের তুলনা করে একটি বড় বিবৃতি দিয়েছেন। একটি সাক্ষাৎকারে বাঙ্গার বলেছিলেন, “পাকিস্তান তাদের টপ-অর্ডার ব্যাটারদের অর্থাৎ বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের উপর বড্ড বেশি নির্ভর করে। কিন্তু ভারতের কমপক্ষে তিন থেকে চারজন ম্যাচ উইনার রয়েছেন যারা নিজেদের দিনে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

সাম্প্রতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে বাঙ্গার ভুল বলেননি। পাকিস্তানের মিডল অর্ডার গত কয়েক সপ্তাহে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তাদের হোম সিরিজে যেখানে তারা ৪-৩ ব্যবধানে হেরেছে। পাকিস্তান বর্তমানে একটি ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ডে রয়েছে এবং প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে। কিন্তু তাদের আসল পরীক্ষা হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর