ধর্ম নিয়ে ছেলেখেলা মানুষ সহ‍্য করবে না, আগের ভারত আর নেই, ‘আদিপুরুষ’ বিতর্কে সরব ‘লক্ষ্মণ’ সুনীল লহরী

বাংলাহান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে ‘আদিপুরুষ’কে (Adipurush) ঘিরে। এখনো পর্যন্ত ট্রেলারও মুক্তি পায়নি ছবির। প্রথম ঝলকেই দেশ উত্তাল। বিতর্কের জল গড়িয়েছে রাজনৈতিক মহল পর্যন্ত। আইনি নোটিস ধরানো হয়েছে পরিচালক ওম রাউতকে। মত প্রকাশ করেছেন ছোটপর্দার আসল রামায়ণ সিরিয়ালের কলাকুশলীরাও।

বহু বছর আগে রামানন্দ সাগর হিন্দি টেলিভিশনে এনেছিলেন ‘রামায়ণ’। আকাশ ছুঁয়েছিল সে শোয়ের জনপ্রিয়তা। চাহিদার কথা মাথায় রেখে লকডাউনের সময়ে আবারো ফিরিয়ে আনা হয়েছিল রামায়ণ। কিন্তু বইতে বর্ণিত বা এ যাবৎ টেলিভিশনে দেখানো রামায়ণের থেকে ‘আদিপুরুষ’ এর তফাৎ আকাশ আর পাতালের মতোই। টিজার ভিডিওটি দেখে অন‍্যদের মতো নিজস্ব মতামত প্রকাশ করেছেন পর্দার পুরনো লক্ষ্মণ ওরফে সুনীল লহরী।

Adipurush teaser
সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, আদিপুরুষের টিজার ভিডিওটি তিনি দেখেছেন। এখনো পর্যন্ত তাঁর মতামত নিরপেক্ষ রয়েছে। ইতিবাচক বা নেতিবাচক কোনোটাই বলতে রাজি নন তিনি। সুনীল বলেন, এখনো পর্যন্ত শুধুমাত্র চরিত্রগুলি এবং তাঁদের স্বভাব বৈশিষ্ট‍্যের সঙ্গে পরিচয় করানো হয়েছে। রাগ করার মতো এখনো কোনো কারণ তিনি খুঁজে পাননি। বরং তাঁর মতে, প্রচার পেতে জবরদস্তি বিতর্ক তৈরি করা হচ্ছে।

আদিপুরুষে দেখানো রাম রাবণের চরিত্রগুলি ‘আজব’ লেগেছে, সেকথা স্বীকার করেই সুনীল বলেন, ঐতিহাসিক চরিত্রগুলির মতো এই পৌরাণিক চরিত্রগুলির তো সেই অর্থে কোনো ছবি পাওয়া যায় না। শুধুমাত্র অস্ত্রশস্ত্রের বর্ণনায় একটা ধারণা করা যায়। শ্রী রাম, রাবণকে চিরদিন এক রকম ভাবে ভেবে এসেছে মানুষ আর সেই ভাবনাটাই ফুটে উঠেছে পর্দায়।

রাবণের সেই রূপটাকেই ভেঙেচুরে দেওয়ায় ক্ষুব্ধ দর্শকরা। কিন্তু এতে নির্মাতাদের কোনো দোষ দেখছেন না সুনীল। তাঁর মতে, একজন শিল্পীর সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের ভাবনা চিন্তাটা প্রদর্শন করার। তবে তিনি এও বলেছেন, ধর্ম নিয়ে কোনো রকম ছেলেখেলা এই দেশের মানুষ আর সহ‍্য করবে না।

ধর্মের সঙ্গে যুক্ত, আরাধ‍্য দেবতা যারা, তাদের নিয়ে কোনো রকম নেতিবাচকতা ছড়ালে মানুষ আর ছেড়ে দেবে না। আগেকার ভারত আর নেই। এখন মানুষ একত্র হয়ে প্রতিবাদ করছে। এই একতার দরকার আছে বলে মনে করেন সুনীল লাহিড়ী।

Niranjana Nag

সম্পর্কিত খবর