বাংলাহান্ট ডেস্ক : ভোর রাতে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের (Maharashtra) নাসিক (Nasik)। শুক্রবার রাতে নাসিকে একটি বাস ও ট্রাকের মধ্যে হওয়া সংঘর্ষে নিহত কমপক্ষে ১১ জন। আহত বহু। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা যথেষ্ট আশংকাজনক।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইয়াভাতমাল থেকে মুম্বইগামী (Mumbai) একটি বিলাসবহুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নাসিক থেকে পুণেগামী একটি ট্রাকের৷ সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়। পুলিস সূত্রে জানা যাচ্ছে, সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে ধাক্কা লাগার পর বাসটি প্রায় ৫০ ফুট খাদে পড়ে যায়। তারপরই আগুন ধরে যায় বাসটিতে। বাসে আটকে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন। অনেকেই গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর। পুলিস জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী ছিলেন।
🔊 10 dead after A tours & Travel Bus of Chintamani Travels collided with a truck near Nasik and caught fire 10 passengers dead, many injured with burns. #chintamanitravels #Nasikbusaccident pic.twitter.com/P5fwrZs0GI
— The Voice Of Citizens®️ (@TVOCNews) October 8, 2022
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী দাদা ভুসে জানান, ‘নাসিক থেকে পুণে যাচ্ছিল একটি ট্রাক৷ তখনই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। আহতদের নাসিকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।’ তিনি আরও জানান, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মৃতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
এক প্রত্যক্ষ্যদর্শী এই ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমার বাড়ির কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসে আগুন ধরে যাওয়ায় অনেকেই পুড়ে মারা যান। চেষ্টা করেও আমরা তাঁদের বাঁচাতে পারিনি। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল এসে পৌঁছায়।’