কেন্দ্রকেই মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA! দাবি তৃণমূল বিধায়কের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারি (State Government) কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারকেই (Central Government)। কারণ, রাজ্যের সরকারি কর্মচারীরা জিএসটি-সহ বিভিন্ন কর তুলে দেন কেন্দ্র সরকারের হাতেই। শুক্রবার এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindra Nath Ghosh)। প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্যের পর তাঁকে কটাক্ষ করে গেরুয়া শিবিরও। বিজেপি নেতারা বলেন, ‘ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।’

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ বাকি রেখেছে রাজ্য সরকার। একাধিকবার আদালত রাজ্যকে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে। কিন্তু, এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্রকেই দিতে হবে বলে দাবি করেন রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার কোচবিহার পুরসভায় নিজের অফিসে সাংবাদিক বৈঠক করে এই দাবি জানান তিনি।

রবীন্দ্রনাথ ঘোষ এদিন বলেন, ‘জিএসটি, সেস সহ কেন্দ্রীয় সরকারের যত রকমের ট্যাক্স রয়েছে। সেগুলি তো সবই রাজ্য সরকারের কর্মচারীরাই তুলে দেন। তাহলে কেন্দ্রীয় সরকার ডিএ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেবেন কেন। কেন তারা রাজ্যের সরকারি কর্মচারীদের তা দেবেন না। আর তা না হলে রাজ্য সরকারের কর্মচারীরাই বা কেন তাদের হাতে ট্যাক্স সংগ্রহ করে তুলে দেবেন।ֽ’

মহার্ঘ ভাতা নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্য সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘সংবিধানের পরিপন্থী কথা বলাটাই রবিবাবুদের অভ্যাস। কেন্দ্রীয় সরকার যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় তার নির্দিষ্ট পরিমাণ ভাগ যথাসময়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলিকে দিয়ে দেয়। ফলে সমস্ত কিছু জানার পরও মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে রবিবাবুরা সংবিধান বিরোধী এই সব কথা বলে থাকেন। কারণ এসব বলা ছাড়া রবিবাবুদের সামনে আর কোনও রাস্তা খোলা নেই এখন।’


Avatar
Sudipto

সম্পর্কিত খবর