অপেক্ষার অবসান, বিশ্বকাপে বুমরার বদলি হিসাবে খুব দ্রুতই অস্ট্রেলিয়া উড়ে যাবেন শামি!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় নির্বাচকরা সকল পরিস্থিতি বিবেচনা করে দেখেছেন। সাম্প্রতিক অতীতে বুমরার অনুপস্থিতিতে একাধিক বোলারকে ডেথ ওভারে অভ্যস্ত করে তোলার চেষ্টা করেছে ভারতীয় দল। কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে এছাড়া কোন বোলারে ধারাবাহিকভাবে ম্যাচের ওই অংশে সফলতা এনে দিতে পারেনি। আবেশ খান, দীপক চাহার হর্ষল প্যাটেলদের মধ্যে একজনও দলকে ওই ব্যাপারে ভরসা দিতে পারেনি।

এই ব্যাপারে ভারতীয় নির্বাচকরা আরও একবার অভিজ্ঞতার ওপর ভরসা করতে চলেছেন। আহত বুমরার জায়গায় খুব সম্ভবত মহম্মদ শামিকেই কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। ইতিমধ্যেই ভারতীয় দলের ১৪জন ক্রিকেটার পার্থে পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘মহম্মদ শামি করোনার সংক্রমণ সারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ। ভারতীয় দল অনেককে সুযোগ দিয়ে শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন যে এই মুহূর্তে বুমরার সবচেয়ে ভালো পরিবর্তন হতে পারেন একমাত্র শামিই। তিন চার দিনের মধ্যেই তিনি অস্ট্রেলিয়া উড়ে যাবেন।’

shami team india

করোনার সংক্রমণের জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে মাঠে নামা হয়নি শামির। তার জায়গায় ভারতীয় দলে উমেশ যাদব সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি একেবারেই নিজের পারফরম্যান্স দিয়ে কাউকে প্রভাবিত করতে পারেননি। শামি বিশ্বকাপের ব্যাকআপ ৩ জন। ক্রিকেটারের অংশ ছিলেন।

শামি ছাড়াও ভারতের ব্যাকআপ ক্রিকেটারদের অংশ ছিলেন তরুণ প্রতিভাবান মিডিয়াম পেসার দীপক চাহার। প্রতি তিনি গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা ওডিআই সিরিজের অংশ হচ্ছেন না।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর