বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবছরের খারাপ পারফরম্যান্সের স্মৃতি কাটিয়ে চলতি বছরে বিশ্বকাপে ভারতীয় দলকে ভালো পারফরম্যান্স করতে দেখতে চায় ভারতীয় ক্রিকেট সমর্থকরা। গতবছর একেবারেই অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল বিরাট কোহলির ভারত। গোদের ওপর বিষফোঁড়া সড়ক ছিল পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের লজ্জা।
তবে তারপর থেকে দলে অনেক বদলে এসেছে। গত এক বছরে ভারতীয় দল রোহিত শর্মার অধিনায়কত্বে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে একাধিক দেশের বিরুদ্ধে। এই সময়ে দেশে বা বিদেশে এখনো কোন টি-টোয়েন্টি সিরিজ হারের মুখ দেখেনি ভারত। শুধুমাত্র এশিয়া কাপে সুপার ফোর থেকে ছিটকে যাওয়া ছাড়া ভারতীয় দলের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসাজনক।
ইতিমধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখে দিয়েছে রোহিত শর্মা সহ ১৪ জনের ভারতীয় স্কোয়াড। ভারতের প্রথম ম্যাচ ২৩ তারিখে। তাহলে আগে এখনও বেশ কিছুটা সময় হাতে থাকলেও অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুটা আগেই সেই দেশে পৌঁছে গিয়েছে রোহিতরা। দলের মধ্যে বেশকিছু এমন ক্রিকেটার রয়েছে যারা আগে সিনিয়র পর্যায়ের অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেট খেলার অভিজ্ঞতা লাভ করতে পারেননি। তাদের প্রস্তুত করে নেওয়াই মূল লক্ষ্য টিম ম্যানেজমেন্টের।
ইতিমধ্যেই দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে মাঠে অনুশীলন করতে নেমে পড়েছেন বিরাট কোহলিরা। ১৯-২০ ঘন্টা ধরে দীর্ঘ বিমানযাত্রা করায় প্রথমদিকে ভারতের কন্ডিশনিং কোচ সোহম দেশাই হালকা অনুশীলন করাচ্ছে ভারতীয় দলকে। সামান্য দৌড় এবং কিছু মজার গেমস খেলেছে ভারতীয় দল প্রথম দিনের অনুশীলনে।
#TeamIndia had a light training session yesterday at the WACA. Our strength and conditioning coach, Soham Desai gives us a lowdown on the preparations ahead of the @T20WorldCup pic.twitter.com/oH1vuywqKW
— BCCI (@BCCI) October 8, 2022
দেশাই আরো বলেছেন যে সামনের ৮ থেকে ১০ দিন ভারতীয় দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। কারণ এইটুকু সময়ের মধ্যেই তাদের সকলকে অস্ট্রেলিয়ার পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। সংযুক্ত আরব আমিরশাহী তে এশিয়া কাপ খেলার পর পর দুটো টি-টোয়েন্টি সিরিজ দেশের মাটিতে খেলেছে ভারত। তাই অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা সহজ হবে না। কিন্তু সেই জন্যই বিসিসিআই বেশ কিছুদিন আগেই ভারতীয় দলকে প্রস্তুত করার উদ্দেশ্য নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছে দিয়েছে। অনুশীলনে আর কোনও ফাঁকি রাখতে চান না বিরাট, রোহিতরা।