বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর তাদের কড়া সমালোচনা হয়েছিল। অধিনায়কের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সমর্থকদের রাগ করাটা কোনও আশ্চর্য বিষয় ছিল না। কারণ মহিলা এশিয়া কাপের ইতিহাসে এটি ছিল ভারতের প্রথম হার পাকিস্তানের বিরুদ্ধে। সেইসঙ্গে চলতি এশিয়া কাপেও ওই হার ছিল ভারতের প্রথম হার।
কিন্তু আজ বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ালো ভারতীয় দল। গত ম্যাচে দলে না থাকা শেফালী ভার্মার অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালো ভারতীয় দল। শেফালীর পাশাপাশি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মারাও।
হরমনপ্রীতের অনুপস্থিতিতে আজ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন স্মৃতিই। টসে জিতে তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। সিলেটের মাটিতে ব্যাট হাতে ঝড় তোলে শেফালী এবং স্মৃতির ওপেনিং জুটি। ১২ ওভারে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন তারা। স্মৃতি ৪৭ রানে দুর্ভাগ্যবশত রান আউট হন। কিসের অর্ধশতরান পূর্ণ করার পর ৫৫ রানে রুমানা আহমেদের শিকার হন শেফালী।
শেষ ৮ ওভারে ৬৩ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় দল। তিন নম্বরে ব্যাট করতে নামা জেমিমা রদ্রীগেজ (৩৫) ছাড়া বাকি সকল মিডল অর্ডার ব্যাটার আজ ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। ২০ ওভারে ১৫৯ বেশি তুলতে পারেনি ভারতীয় দল। বাংলাদেশের রুমানা ৩ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশের পিংকি ও মুর্শিদার ওপেনিং জুটি। কিন্তু ৪৫ রানে তাদের পার্টনারশিপ ভাঙ্গার পরে নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকে ভারতীয় দল। বাংলাদেশের হয়ে নিগার জ্যোতি সর্বোচ্চ ৩৬ রান করেন। কৃপণ বোলিং করে দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং শেফালী ভার্মা। ১টি করে উইকেট নেন রেনুকা ঠাকুর ও স্নেহ রানা। ম্যাচ জিতে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করলো ভারত।