বাংলাহান্ট ডেস্ক : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান শরদ পওয়ার বললেন, বলিউডের খ্যাতির পিছনে সবথেকে বেশি অবদান মুসলিমদের। নাগপুরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে এখন রীতিমত শুরু হয়েছে শোরগোল। সম্প্রতি বিদর্ভে শরদ পওয়ার কিছু মুসলিম বিদ্বজনের সাথে বৈঠকের জন্য গিয়েছিলেন। সেখানে বেশ কিছু বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদও করেন। বিদ্বজনদের সাথে দীর্ঘ আলোচনার পর পওয়ার জানান, তিন ফের ১৫ দিন পর এখানে আসবেন। সবার সাথে একসাথে মিলে কাজ করবেন।
বিদর্ভে শরদ পওয়ার বলেন, “আমাদের দেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো মুসলিম সম্প্রদায়। বর্তমানে এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে যেখানে মনে হচ্ছে তাদের কোন কিছু প্রাপ্য ছিল না। আমাদের কাজ হবে সেই সকল মানুষদের কাছে তাদের প্রাপ্য টুকু পৌঁছে দেওয়া।”
তার বক্তব্যের মাঝে পওয়ার তোলেন বলিউডের প্রসঙ্গ। মুসলমানদের প্রশংসা করে তিনি বলেন, “মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কবিতা, গান,শিল্পে খুবই এগিয়ে। সারা পৃথিবীর লোক জানেন বলিউডকে শিখরে পৌঁছে দেওয়ার জন্য মুসলমানদের অবদান অনস্বীকার্য।” পাশাপাশি তার আরো বক্তব্য, “মুসলমানদের মধ্যে ক্ষমতা ও দক্ষতা দুই আছে। তাদের দরকার সঠিক পরিমাণ সমর্থন ও সুযোগ।”
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করেন, সব সম্প্রদায়ের মধ্যেই বেকারত্ব একটি গুরুতর সমস্যা। প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরেই আরএসএস এর পক্ষ থেকে মুসলমানদের সাথে একটি বন্ধুত্বের সম্পর্কের বার্তা দেওয়া হচ্ছে। এরই মাঝে, শরদ পওয়ারের এই ধরনের মন্তব্য রীতিমতো গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।