বাংলা হান্ট ডেস্কঃ শারীরিক অসুস্থতা যেন ক্রমাগত বেড়েই চলেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav)। গুরুতর অসুস্থ অবস্থায় ইতিমধ্যেই আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই নেতাকে। হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যে চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রয়েছেন মুলায়ম সিং যাদব। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অসুস্থতা কমার বদলে দিনের পর দিন সংকট যেন আরো বেড়ে চলেছে বলেই জানা যাচ্ছে।
বর্তমানে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, জীবনদায়ী ওষুধ পর্যন্ত দেওয়া শুরু হয়ে গিয়েছে তাঁকে। সূত্রের খবর, স্ত্রী মারা যাওয়ার পর থেকে অসুস্থতা ক্রমশ বেড়েই চলেছে মুলায়মের, যা দিনের পর দিন আরও জটিল হয়ে চলেছে।
মুলায়ম সিং যাদবের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়ে চলেছে দলীয় কর্মী সমর্থকদের। একই সঙ্গে এই খবর পেয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে গুরু গ্রামে এসে পৌঁছেছেন তাঁর পুত্র তথা সমাজবাটি পার্টি নেতা অখিলেশ যাদব। একইসঙ্গে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পৌঁছে যান বিজেপি নেতা রাজনাথ সিং এবং আরও অনেকেই।
উল্লেখ্য, ১৯৮৯ সালে উত্তরপ্রদেশে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেন মুলায়ম সিং যাদব। পরবর্তীতে উত্তর প্রদেশের বুকে পরপর তিনবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন ‘নেতাজি’। স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক অসুস্থতার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।