বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭৯ রানের লক্ষ্য ৪ ওভার বাকি থাকতেই অর্জন করে ফেলে শিখর ধাওয়ানরা। মার্করম ও হেনরিক্সের ব্যাটে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিল প্রোটিয়ারা। মহম্মদ সিরাজ দুরন্ত বোলিং করে তাদের ৩০০-র ধারে কাছে পৌঁছতে দেননি। এরপর ব্যাট করতে নেমে ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের পার্টনারশিপ ভারতকে নিজেদের লক্ষ্যে পৌঁছতে বড় সাহায্য করে।
কালকের ম্যাচে দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হন। যখন মনে হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকান বোলাররা ভারতকে বিপাকে ফেলতে পারে ঠিক তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন ঈশান এবং শ্রেয়স। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন ঈশান (৯৩)। কিন্তু শেষ অবধি ক্রিজে থেকে নিজের শতরানের পাশাপাশি দলের জয় নিশ্চিত করে আসেন শ্রেয়স।
শ্রেয়স আইয়ার চলতি সিরিজের দুটি ম্যাচই দুর্দান্ত ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে আগ্রাসী অর্ধশতরানের পর দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী ব্যাটিং করে ১১৩ রান করেছেন তিনি। পরিসংখ্যান বলছে শেষ ছয় ওডিআই ম্যাচের স্কোরগুলি যথাক্রমে ১১৩*, ৫০, ৪৪, ৬৩, ৫৪ এবং ৮০। এই সময় তার স্ট্রাইক রেট ৯৫.৭৩ এবং এভারেজ ৮০.৮০।
কালকের ইনিংসের পর একটি রেকর্ড গড়ে ফেলেছেন শ্রেয়স। কেরিয়ারের প্রথম ২৯টি ওডিআই ম্যাচের পর সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারে পরিণত হয়েছেন যা নিঃসন্দেহে বেশ গর্ব করার মতোই ব্যাপার।
২৯টি ওডিআই ইনিংসের পর সর্বোচ্চ রান করা ভারতীয় ক্রিকেটার
১. শ্রেয়স আইয়ার (১২৭৬)
২. শিখর ধাওয়ান (১২৩১)
৩. নভজ্যোৎ সিধু (১১৪৩)
৪. বিরাট কোহলি (১০৮২)
৫. মহেন্দ্র সিং ধোনি (১০৫৪)