‘হিন্দু কোনও ধর্ম নয়, বরং দর্শন’, বিস্ফোরক মন্তব্য রাজামৌলির! আমেরিকার বুকে পেলেন প্রশংসাও

বাংলাহান্ট ডেস্ক : হিন্দুধর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুপারহিট ছবি ‘আরআরআর’ (RRR) – এর পরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli)। একাধিক বিভাগে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে ‘আরআরআর’ সিনেমাটি। সেই উদ্দেশ্যেই এই মুহুর্তে আমেরিকায় রয়েছেন ছবির পরিচালক। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় ‘আরআরআর’ কি হিন্দুত্বের প্রচার করছে। এই প্রশ্নের উত্তরে রাজামৌলির সটান জবাব, ‘হিন্দু কোনও ধর্ম নয়, এটি একটি আদর্শ।’

রাজামৌলির এই উত্তরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে। ধর্মের মতো অতি স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে প্রত্যেকেই দশবার ভাবেন। কিন্তু তিনি যে এসএস রাজামৌলি। বর্তমান সময়ে ভারতের শ্রেষ্ট চিত্র পরিচালকদের মধ্যে তিনিও একজন। হিন্দু ধর্ম নিয়ে প্রশ্নের উত্তট এদিন তিনি অকপটেই দিলেন। এদিন তিনি বলেন, ‘অনেকেই ভাবেন হিন্দুত্ব একটা রিলিজের বা ধর্ম। এটি একটি প্রাচীন দর্শন। বর্তমানে এটি ধর্মে পরিণত হয়েছে। এটি একটি জীবনের পন্থা। হিন্দু আমার ধর্ম নয়, এটি আমার আদর্শ, আমার জীবনে চলার পথ।’

এদিন রাজামৌলি আরও বলেন,’আমি একজন হিন্দু। আমার ছবিতে আমি যেটা দেখাই সেটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে কিভাবে জীবনকে দেখতে হয়। কিভাবে ফলের আশা বা করে কাজ করা যায়। তাই বলাই যায় আমি হিন্দু ধর্মকে অনুসরণ করি।’ রাজামৌলিক হিন্দু ধর্ম সম্পদ এই মন্তব্য অজস্র প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে। বলাই বাহুল্য, রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী সিরিজ’ থেকে শুরু করে ‘আরআরআর’-এর মতো জনপ্রিয় ছবিতে ভরে ভরে রয়েছে হিন্দু ধর্মের আচার-আচরণ।

ধর্ম এবং রিলিজিয়নের মধ্যে কি পার্থক্য? বিদ্বজনদের মতে, ধর্ম হলো জীবনের চলার পথ। অর্থাৎ একটি মানুষের জীবনে এগিয়ে যাওয়ার সঠিক পথ দেখায় ধর্ম। ধর্মের মধ্যে পড়ে সততা, নিষ্ঠা, সহচর্য, সহবৎ, সঠিক বিচার ইত্যাদি। অপরদিকে রিলিজিয়ন হলো সেই ধর্মীয় মত, যেটিতে একাধিক মানুষ বিশ্বাস করেন।

Sudipto

সম্পর্কিত খবর