বাংলাহান্ট ডেস্ক : ৫৭৫ দিন হল। এতদিন ধরে টানা চলছে এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্না (Primary Tet Protest)। রোদে-জলে-শীতকে উপেক্ষা করে ঠায় বসে আছেন মেয়ো রোডে। ধর্না দিচ্ছেন তাঁরা। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১ বছর সাত মাস। এবার সেই মঞ্চেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর নাম দেবাশিস রায়। তীব্র গরমেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, দিন তিনেক আগেও এমনই অসুস্থতার ঘটনা ঘটে এই ধর্না মঞ্চেই।
প্রসঙ্গত, ২০০৯ সালে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তার পরীক্ষাও হয়েছিল। কেউ বা প্রাইমারি টেট উত্তীর্ণ হন, কারও আবার নাম ওঠে নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের তালিকায়। কিন্তু ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই সেই সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হয়।
প্রতিবাদীদের দাবি, এর পরে ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয় প্রার্থীদের। শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। তবে একের পর এক জেলার নিয়োগ হলেও আটকে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার নিয়োগ। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের ইন্টারভিউয়ের পরে চাকরিপ্রার্থীদের সেই প্যানেলই প্রকাশিত হয়নি আজ পর্যন্ত।
সেই থেকে, অর্থাৎ ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। অবশেষে গত দেড় বছর আগে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করেন তাঁরা। করেছেন একের পর এক মামলাও। কিন্তু এখনও কোনও চূড়ান্ত রায় সামনে আসেনি। এভাবেই হতাশাশ কেটে গিয়েছে ৫৭৫ দিন। এবার আর সাথ দিচ্ছে না শরীর। একে একে অসুস্থ হয়ে পড়ছেন চাকরিপ্রার্থীরা।