Banglahunt Social Summit: প্রকাশিত হল বাংলার সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকা, কে পেল সেরা Youtuber অ্যাওয়ার্ড

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন বলতে মানুষ কী বোঝে? সিনেমা, সিরিয়াল, থিয়েটার, তাই তো? কিন্তু এই মূলধারার বিনোদনের বাইরেও যে একটা বড় এবং অত‍্যন্ত গুরুত্বপূর্ণ মাধ‍্যম তৈরি হয়েছে সে খবর রাখেন নিশ্চয়ই? কথা হচ্ছে ইউটিউবের (Youtube) ব‍্যাপারে। সোশ‍্যাল মিডিয়ার এই প্ল‍্যাটফর্মটি কিন্তু বহু পুরনো। তবে ইউটিউব নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে এবং জনপ্রিয়তা বেড়েছে সম্প্রতি।

ইউটিউবের প্রসঙ্গ উঠলে ভ্লগিংয়ের (Vlogging) কথা তো উঠবেই। ভিডিও ব্লগ ওরফে ‘ভ্লগ’ এখন তরুণ প্রজন্মের কাছে হট টপিক। বিনোদন তো বটেই, রোজগারেরও যথেষ্ট উৎকৃষ্ট মাধ‍্যম ভ্লগিং। আপনি যদি সোশ‍্যাল মিডিয়া তথা ইউটিউবে খোঁজখবর রাখেন তবে জনপ্রিয় ভ্লগারদের নাম জানারই কথা। এঁরা কেউ দেন ফ‍্যাশন টিপস, কেউ মন খুলে হাসান মানুষকে, কারোর কারবার লোভনীয় সব খাবার দাবার নিয়ে, আবার কেউ তাঁদের নিজেদের দৈনন্দিন জীবনযাত্রারই একটা অংশ বানিয়ে নেন দর্শকদের‌। যেন একটা বর্ধিত পরিবার।বাংলা ইউটিউব জগতের পরিধি এখন অনেকটাই বেড়েছে। বহু তরুণ তরুণীরা ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটর হিসাবে জনপ্রিয় হয়েছেন। এঁদের আমরা প্রতিদিনই দেখি, কিন্তু তাঁদের পুরষ্কৃত করার কথা কি কেউ ভেবেছেন? বাংলাহান্ট ভেবেছে বইকি।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল বাংলাহান্ট কনক্লেভ এব‌ং সোশ‍্যাল সামিট ২০২২ (Banglahunt Conclave & Social Summit 2022)। টাইটেল স্পনসরড বাই Think To Share IT Solutions PVT. LTD. এবং কো স্পনসরড বাই Rapido। বাংলা ইউটিউব জগতের সেরা ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটরদের পুরষ্কৃত করা হল এই অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে যারা প্রতিনিয়ত দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন তাঁদেরই সম্মানিত করল বাংলাহান্ট।

বিভিন্ন ক্ষেত্রে যে যে কনটেন্ট ক্রিয়েটররা পুরষ্কৃত হয়েছেন তাঁদের একটি তালিকা রইল এখানে-

সেরা ইউটিউবার: ইন্দ্রাণী বিশ্বাস ওরফে ওয়ান্ডার মুন্না Wonder Munna (পেজের নাম)। বাংলা ইউটিউব জগতের অন‍্যতম পুরনো এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। ওয়ান্ডার মুন্নার ভিডিও দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

সেরা কমেডি কনটেন্ট ক্রিয়েটর (পুরুষ বিভাগ) পিপলস চয়েস: উষ্মেষ গাঙ্গুলী এবং উদ্দীপ্ত গাঙ্গুলী ওরফে বাঁকুড়া মিমস Bankura Memes (পেজের নাম)। মিম পেজ থেকে শর্ট ফিল্মস, একটাই নাম বাঁকুড়া মিমস। শমীক অধিকারী ওরফে ননসেন Nonsane (পেজের নাম) জুরিস চয়েস- দর্শকদের হাসাতে জুড়ি মেলা ভার ননসেন এর।

সেরাকমেডিকনটেন্টক্রিয়েটর (মহিলাবিভাগ) পিপলস চয়েস: উর্ণা ব‍্যানার্জি ওরফে অ্যাংরি দিদি Angry Didi (পেজের নাম)- লকডাউনে ভাইরাল হওয়া অ্যাংরি দিদির মজার ভিডিওগুলির সঙ্গে সকলেই পরিচিত। ইতি কর্মা ওরফে ক‍্যান্ডিডক‍্যালি CandidCaly (পেজের নাম) জুরিস চয়েস

সেরা ইনফোটেনমেন্ট কনটেন্ট ক্রিয়েটর: ঝিলম গুপ্তা Jhilam Gupta- ঝিলম গুপ্তার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন পড়ে কি? বিভিন্ন সিরিয়াল, সিনেমার হাস‍্যকর রিভিউ দিতে ঝিলমের জবাব নেই।

সেরা ভ্লগার (ডেইলি ভ্লগিং): সৌহার্দ‍্য ভৌমিক, অর্পিতা ব‍্যানার্জি, রিহান ভৌমিক- ইনসাইড আউট Insideout (পেজের নাম) পিপলস চয়েস

রিয়াঙ্কা সরকার, অমিত সাহা, দেবযানী সরকার- দ‍্য।পশ প‍্যালেট The Posh Pallette (পেজের নাম) জুরিস চয়েস

সেরা রোডস্টার: নাসিফ আখতার- নাসিফ আখতার বেঙ্গলি Nasif Akhter Bengali (পেজের নাম) জুরিস চয়েস

আকাশ ব‍্যানার্জি- বস্তির ছেলে পচা Bastir Chele Pocha (পেজের নাম) পিপলস চয়েস

সেরা ফ‍্যাশন কনটেন্ট ক্রিয়েটর: সুহিনা চক্রবর্তী- সুহিনা হিয়ার Suhinahere (পেজের নাম)

সেরা ফুড ভ্লগার : সৌম‍্যজিৎ ঘোষ- জিরো ওয়াট ফিল্মস Zerowatt Films (পেজের নাম), দীপ্ত শঙ্কর বক্সী- দ‍্য লেজি বং The Lazy Bong(পেজের নাম)

পলিটিক‍্যাল স‍্যাটায়ার :

সায়ন ব‍্যানার্জি- পিপলস চয়েস

তরুণজ‍্যোতি তিওয়ারি- জুরিস চয়েস

ইনস্ট‍্যান্ট ভাইরাল: প্রীতি কর

লাইফটাইম অ্যাচিভমেন্ট: মদন মিত্র

বাংলাহান্ট স্পেশ‍্যাল অ্যাওয়ার্ড- কুণাল বোস (জার্নি উইথ বোস Journey with Bose) এবং রিয়াজ লস্কর, সায়ক চক্রবর্তী (লেটস স্টার্ট Let’s Start) এবং শুভঙ্কর সর্দার (ক‍্যানবি লাইফস্টাইল Canbee Lifestyle, CAT Canbee, CC Mechanic)

ad

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর