উৎসবের থেকে চাকরি বড়! সৌগত রায়ের নতুন মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল ও মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কিত মন্তব্য সৌগত রায়ের (Saugata Roy)। ‘চাকরি উৎসবের থেকে জরুরি নয় !’ এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP) ৷ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তৃণমূল নেতার মনোভাব নিয়েও। সর্বোপরি তিনি একজন প্রাক্তন অধ্যাপক। তারপরেও কিভাবে এই কথা তিনি বলতে পারেন তা নিয়ে অবাক সকলে।

চাকরির দাবিতে চাকরিপ্রার্থীরা দেড় বছরেরও বেশি সময় ধরে রাস্তায় বসে। রোদ, জল সহ্য করে আন্দোলন (SSC Recruitment Agitation) চালিয়ে যাচ্ছেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য নিয়োগ থেকে তাঁদের দিনের পর দিন বঞ্চিত করা হয়েছে। অপরদিকে মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে গেছে অযোগ্যরা৷ এখনও পর্যন্ত আদালতে এই বিষয়ে প্রত্যেকটি মামলায় বেশ অস্বস্তিতে রাজ্য সরকার। এই অবস্থাতেই সৌগত রায়ের মন্তব্য রাজ্যের শাসক দলকে বেশ বিপাকে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

সৌগত রায় এদিন বলেন, ‘চাকরি উৎসবের চেয়ে জরুরি নয় ! উৎসবের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকেন ৷ কয়েকজন লোক রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন ৷ সে তাঁদের দাবি আছে, তাঁরা করতেই পারেন ৷ কিন্তু সেটা এত লোকের উৎসবকে ‘ডেসট্র্যাক্ট’ করবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা হতে পারে না ৷”

এর পরই তোপ দাগা শুরু করেছে বিরোধী পক্ষ। বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, ‘এই সরকার খেলা, মেলা, লীলা ছাড়া কিছু করতে পারে না ৷ দুঃখ, কষ্ট ভুলে থাকুন ৷ খান-দান, মৌজ-মস্তি করুন ৷ সরকারি টাকায় উৎসব করে লোককে মাতিয়ে রাখা, এটাই এই সরকারের পলিসি।’

দুর্গাপুজোর সময়েও ধর্নাস্থল পরিত্যাগ করেননি এসএসসি চাকরিপ্রার্থীরা ৷ কিন্তু, গত শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল চলাকালীন তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি। তাঁদের আন্দোলন করার জায়গাটিকেও আড়াল করে দেওয়া হয় সাদা কাপড়ে। তবে এভাবে চাকরিপ্রার্থীদের আন্দোলন দমানো যাবে না বলেই তোপ দেগেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে সৌগত রায় যেভাবে চাকরির অধিকার নিয়ে মন্তব্য করলপন তা সাধারণ মানুষ মেনে নেবে না। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

Sudipto

সম্পর্কিত খবর