বাংলা হান্ট ডেস্ক: ভিনগ্রহী তথা এলিয়েনদের (Alien) সম্পর্কে জানার জন্য মানুষের মনে আগ্রহের শেষ নেই। এমনকি, তাদের অস্তিত্ব আদৌ রয়েছে কি না তা নিয়েও তুমুল অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। পাশাপাশি পৃথিবীতে তাদের আগমনকে ঘিরেও উঠতে থাকে একাধিক প্রশ্ন। তবে, এবার এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী করলেন এক ব্যক্তি। শুধু তাই নয়, নিজেকে টাইম ট্রাভেলার হিসেবে দাবি করে চলতি বছরের শেষেই পৃথিবীতে এলিয়েনদের আগমন ঘটবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। এছাড়াও, আরও একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন ওই ব্যক্তি। যা শুনে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তিনি। খবর অনুযায়ী, সম্প্রতি টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে তিনি সমস্ত বিষয়টি উপস্থাপিত করেছেন। এছাড়াও, টিকটক অ্যাকাউন্ট অনুযায়ী তাঁর নাম হল ইনো অ্যালারিক। ভিডিওতে অ্যালারিক দাবি করেছেন যে, তিনি অতীত বা ভবিষ্যতে অনায়াসেই যাতায়াত করতে পারেন।
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগামী দিনে পৃথিবী পাঁচটি বড় ঘটনার সম্মুখীন হতে চলেছে। অ্যালারিকের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বিশাল এক মহাকাশযানের সাহায্যে সরাসরি পৃথিবীর মাটিতে আসবে এলিয়েনরা। এমনকি, ভিনগ্রহীদের আসার আগেই নাসার জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবীর মত আরও একটি গ্রহ আবিষ্কার করে ফেলবে বলে জানিয়েছেন তিনি। আগামী ৩০ নভেম্বর নাগাদ এই সংক্রান্ত খবর পাওয়া যেতে পারে।
এদিকে, টিকটকে পোস্ট করা ওই চাঞ্চল্যকর ভিডিওটির সাথে লেখা হয়েছে, “সাবধান! আমি একজন সত্যিকারের টাইম ট্রাভেলার। ২,৬৭১ সাল থেকে আমি এসেছি।” পাশাপাশি, একের পর এক ভবিষ্যদ্বাণী অ্যালারিক করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৪ জন কিশোর একটি প্রাচীন ধ্বংসাবশেষ থেকে এমন একটি যন্ত্র খুঁজে পাবে যা ছায়াপথ বা গ্যালাক্সিতে যাওয়ার ক্ষেত্রে গোপন পথ বলে দিতে পারে বলেও জানান তিনি।
পাশাপাশি, আগামী বছরের মার্চ মাসের জন্যও তিনি এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, ওই সময়ে মানুষের একটি প্রাচীন প্রজাতি আবিষ্কার হতে পারে। এছাড়াও, আগামী বছর সান ফ্র্যান্সিসকোতে ভয়ানক সুনামি আছড়ে পড়তে পারে বলেও জানান অ্যালারিক। এদিকে, অ্যালারিকের এহেন ভবিষ্যদ্বাণীকে ঘিরে আপাতত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন সকলে। অনেকে তাঁর এই ভবিষ্যদ্বাণীগুলি বিশ্বাস করে নিলেও কিছুজন আবার তা কার্যত হেসে উড়িয়ে দিয়েছেন। এমনকি, এর আগেও এক ব্যক্তি নিজেকে টাইম ট্রাভেলর হিসেবে পরিচয় দিয়ে ঠিক এমনই কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা পরে “ভুল” বলে প্রমাণিত হয়।