এবার কল্যাণী AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল বিজেপি বিধায়কের মেয়েকে

বাংলাহান্ট ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল। দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিভিন্ন দফতরের মাথারা। স্বাভাবিকভাবেই এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চরিয়েছে বিরোধী দলগুলি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে আরো একটি নিয়োগ দুর্নীতি মামলা। শিক্ষক নিয়োগ দুর্নীতির পর গত কয়েক মাস ধরে চলছে কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলা (Kalyani AIIMS Recruitment Scam)। যাতে সামনে এলো বিরোধী দল বিজেপির এক বিধায়কের নাম।

এই বিজেপি বিধায়ককে তলব করেছে সিআইডি। মঙ্গলবার তাঁকে ভবানী ভবনের তলক করা হয়েছে। বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই মৈত্রীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই দুর্নীতি মামলায় মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িও গিয়েছিল সিআইডির একটি দল। এই মুহূর্তে এইমসে চাকরি করেন বিধায়কের মেয়ে। চলতি বছরেই চাকরিটি পেয়েছেন তিনি। কিন্তু অভিযোগ উঠছে, বিধায়কের মেয়ে হওয়ায় প্রভাব খাটিয়ে নিয়োগ করা হয়েছে তাঁকে। 

শুধু বিধায়কের মেয়েই নয়, কল্যাণী এইমস দুর্নীতি মামলায় প্রশ্ন উঠছে আরও এক বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষের নিয়োগ নিয়েও। এর আগে তাঁকেও তলব করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস আগে এক বিজেপি নেতার অভিযোগের সূত্র ধরেই কল্যাণী এইমসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয় সামনে আসে। বিজেপি-র বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় একটি চিঠি লেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

তিনি অভিযোগ করেছিলেন, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ নিজেদের প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথাও উল্লেখ করা হয়েছিল অভিযোগে। পরে কল্যানী থানায় একটি এফআইআর দায়ের হয়। সেখানেও ওই চার বিজেপি নেতার নাম ছিল। 

এই হাসপাতাল কেন্দ্রীয় সরকারের অধীনে। সেখানে নিজেদের প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপিরই কয়েকজন নেতার বিরুদ্ধে। এই নিয়োগ দুর্নীতি মামলা পশ্চিমবঙ্গে বিজেপি-র অবস্থান কেমন করবে, সেটাই দেখার।

Subhraroop

সম্পর্কিত খবর