বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন রিশভ পন্থকে বেশি সুযোগ দেওয়া যাচ্ছে না, সেই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন রোহিত শর্মা। তিনি বলেছিলেন যে বিশ্বকাপের আগে দীনেশ কার্তিক এবং পন্থ, দু’জনকেই সমান ম্যাচ প্র্যাকটিস দিয়ে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখায় তাদের লক্ষ্য। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে তিনি চেষ্টা করবেন যাতে পন্থকেও সমান ব্যাটিং প্র্যাকটিস দেওয়া যায় বিশ্বকাপের আগে।
তার সেই কথা সত্যি করে দেখিয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে এবং অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুলকে বিশ্রাম দিয়ে পন্থকে নিজের ওপেনিং পার্টনার বানিয়ে মাঠে নেমেছিলেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন তারকা উইকেট রক্ষক। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে এতটাই বাজে খেললেন পন্থ, আর পরে তিনি যে বিশ্বকাপে ভারতীয় একাদশের অংশ হচ্ছে না সেটা আরও স্পষ্ট হয়ে গেল।
ভারতীয় দলের দুজন উইকেটরক্ষক দীনেশ কার্তিক এবং রিশভ পন্থের ব্যাটার হিসেবে ভূমিকা বিশ্লেষণ করলেও দীনেশ কার্তিকের দলে সুযোগ পাওয়াটা আরও বেশি নিশ্চিত হয়ে পড়ে। দীনেশ কার্তিক এইমুহূর্তে পুরোদস্তুর ফিনিশারে পরিণত হয়েছেন। শেষ ১ বা ২ ওভার বাকি থাকার সময়ে তিনি ব্যাট হাতে নামবেন এবং ৬-৭ বল খেলে দলের স্কোরে আলাদা মাত্রা যোগ করবেন।
অপরদিকে রিশভ পন্থের দলে কোনও নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই, দলের প্রয়োজন অনুযায়ী তাকে ফ্লোটারের মত ব্যবহার করা হবে। কোন পরিস্থিতিতে কাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৭ বল খেলে মাত্র ৯ রান করে আউট হন তিনি। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন তিনি। ফলে তার বেঞ্চে বসা একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছে।
গতকাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিরাট কোহলি এবং লোকেশ রাহুলকে এই ম্যাচে নামানো হয়নি। তাদের অনুপস্থিতিতে দীপক হুডা (১৪ বলে ২২), সূর্যকুমার যাদব (৩৫ বলে ৫২) এবং হার্দিক পান্ডিয়া (২০ বলে ২৯) বাদে আর কোন ক্রিকেট ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি।