আচমকাই ফরমান জারি করল RBI, এই ব্যাঙ্কে ঝুলল তালা! বন্ধ হল লেনদেন

বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ফের একটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। এই ব্যাঙ্কে পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে আরবিআই পুনে-ভিত্তিক ‘দ্য সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক’-এর লাইসেন্স বাতিল করেছে। রিজার্ভ ব্যাঙ্ক একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে যে ব্যাঙ্কিং লাইসেন্স বাতিলের কারণে, সেবা বিকাশ সহকারী ব্যাঙ্ক 10 অক্টোবর থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। ব্যাঙ্ক বন্ধের পর এখন বড় প্রশ্ন হল এর অ্যাকাউন্টধারীদের কী হবে?

ব্যাংক বন্ধ করার আদেশ: 10 অক্টোবর, 2022 তারিখের রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি অনুসারে, পুনের সেবা বিকাশ কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছে। একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে , সমবায় কমিশনার এবং সমবায় সমিতির নিবন্ধককে ব্যাঙ্ক বন্ধ করার জন্য একটি লিকুইডেটর নিয়োগের আদেশ জারি করতে বলা হয়েছে।

বিবৃতি অনুসারে, রিজার্ভ ব্যাঙ্ক সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে কারণ এটির যথেষ্ট মূলধন এবং উপার্জনের সম্ভাবনা নেই। আরবিআই এর মতে, সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্কের কাজ চালিয়ে যাওয়া আমানতকারীদের জন্য সুরক্ষিত নয়। আর্থিক অসচ্ছলতায় ব্যাংক আমানতকারীদের মূলধন ফেরত দিতে পারছে না।

jpg 20221011 160705 0000

যে গ্রাহকদের টাকা সেবা বিকাশ সহকারী ব্যাঙ্কে জমা আছে তারা 5 লক্ষ টাকা পর্যন্ত জমা টাকার উপর বীমা কভারের সুবিধা পাবেন। এই বীমা ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) থেকে পাওয়া যায়। ডিআইসিজিসি রিজার্ভ ব্যাঙ্কের একটি সহযোগী সংস্থা। এটি সমবায় ব্যাংকের গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর