বাংলাহান্ট ডেস্ক : পুজোয় ইতিহাস সৃষ্টি করলেন সুরাপ্রেমীরা। ষষ্ঠী থেকে নবমী, এই চার দিন সারা রাজ্য জুড়ে বিক্রি হল রেকর্ড পরিমান টাকার মদ। এত পরিমাণ মদ বিক্রির ফলে বেশ কিছুটা হাসি ফুটেছে রাজ্যের কোষাগারেও। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল দুর্গানবমীর দিন মদ বিক্রির পরিমাণ। এবার ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূর্ণাঙ্গ হিসাব পাওয়া গেল।
সরকারি সূত্র অনুযায়ী, ষষ্ঠী থেকে নবমী অর্থাৎ এই চার দিনে সারা রাজ্যে বিক্রি হয়েছে 550 কোটি টাকার মদ।যা রীতিমত রেকর্ড। দেশি ও বিদেশী মদ ছাড়াও বিপুল পরিমাণে বিক্রি হয়েছে বিয়ার। পুজোর সময় রাজ্যজুড়ে সুরাপ্রেমীদের এই ‘ প্রয়াসে ‘ লাভবান হয়েছে রাজ্যের সরকারি কোষাগারও।
কিছুদিন আগেই শুধু নবমীর দিন মদ বিক্রির পরিমাণ সামনে আসে। তাতে দেখা যায়, কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় বিক্রি হয়েছে বিপুল পরিমাণ সুরা।এদিন 2 কোটি 74 লাখ 61 হাজার 720 টাকার মদ বিক্রি হয়েছে শুধু কলকাতার উত্তর অঞ্চলে। অন্যদিকে, 2 কোটি 98 লাখ 11 হাজার 442 টাকার মদ বিক্রি হয়েছে বিধান নগর আবগারি দপ্তর এলাকায়। শহর কলকাতার পাশাপাশি অন্যান্য এলাকার ছবিটাও রীতিমতো চমকে দেওয়ার মতো।
জানা গেছে, নবমীর দিন 3 কোটি 86 লাখ 64 হাজার 456 টাকার মদ পান করেছেন ডায়মন্ড হারবারে সুরাপ্রেমীরা।এছাড়াও, বারুইপুরে 2 কোটি 87 লাখ 88 হাজার 806 টাকা, কোচবিহারে 3 কোটি 45 লাখ 6 হাজার 591 টাকার মদ বিক্রি হয়েছে নবমীর দিন। তবে নবমীর দিন মদ বিক্রিতে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে নবমীর দিন বিক্রি হয়েছে 5 কোটি 73 লাখ টাকারও বেশি মদ। সুরা প্রেমীদের প্রচেষ্টায় কিছুটা হলেও যে লাভের মুখ দেখেছে রাজকোষ তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়।