বাংলাহান্ট ডেস্ক : রাস্তায় হাঁটার সময় আপনি নিশ্চয়ই লম্বা লম্বা ট্রেলার ট্রাক দেখেছেন। যদি রাস্তার পাশে একটি বড় ট্রেলার ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেকে আবার সেই ট্রাকের টায়ার সংখ্যাও গণনা করেন। ব্যাপারটা ছেলেমানুষী হলেও এই কাজটা অনেক মানুষই কিন্তু করে থাকেন। 16 টায়ার সহ ট্রাক বা 32 টায়ার সহ এরকম ট্রাকের দেখা পাওয়া খুবই সাধারণ ব্যাপার। আপনি কি কখনও এমন একটি ট্রেলার ট্রাক দেখেছেন বা শুনেছেন যার 832 টায়ার আছে! এই ধরনের একটি ট্রাক গত 11 মাস ধরে ভারতের রাস্তায় চলছে এবং এখনও এটি তার গন্তব্যে পৌঁছায়নি।
সূত্র অনুসারে, এই “বাহুবলি” ট্রেলারটি 2021 সালের নভেম্বরে গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে যাত্রা শুরু করে। এই ট্রেলারটিতে দুটি চুল্লি রয়েছে এবং এটি রাজস্থানের বারমেরের পাচপাদ্রা শোধনাগারের উদ্দেশ্যে যাচ্ছে। ট্রেলারে লোড করা একটি চুল্লির ওজন 1148 মেট্রিক টন এবং অন্যটির ওজন 760 মেট্রিক টন। এক মেট্রিক টন 1000 কিলোগ্রামের সমান। এইভাবে এই ট্রেলার ট্রাকের মোট ওজন দাঁড়িয়েছে 1908 টন।অবাক লাগলেও একথা সত্য, যে ট্রেলারটি কোন কোন দিন ১০-১৫ কিমি রাস্তা অতিক্রম করে আবার কখন কখনও এই বাহুবলীর অতিক্রান্ত রাস্তা থাকে মাত্র ৫ কিমি। বলা বাহুল্য, এর গতি অনেক সময়েই পিঁপড়ের থেকেও কম থাকে।
কোনো ক্ষতি ছাড়াই বিশাল ট্রেলারটিকে গন্তব্যে পৌঁছে দেওয়াও সহজ কাজ নয়। বিশেষ করে এই ট্রেলারের জন্য রাস্তা, সেতু ইত্যাদিও নির্মাণ করা হয়েছে। এই বাহুবলী ট্রাক যাতে সহজে যেতে পারে সেজন্য কয়েক কোটি টাকা ব্যয়ে নর্মদা নদীর উপর একটি সেতু তৈরি করা হয়েছে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ট্রেলার ট্রাকের জন্য প্রায় 30টি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। জানা গেছে,এই ট্রেলার ট্রাকটির পাচপদরা শোধনাগারে পৌঁছাতে আরও এক মাস সময় লাগবে। এই ট্রাক এখন সবেমাত্র রাজস্থানে পৌঁছেছে। মুন্দ্রা বন্দর থেকে রাজস্থানে ট্রেলার পরিবহনের জন্য ট্রেলার অপারেটর, হেলপার এবং টেকনিশিয়ান সহ 25 জনের একটি দল রয়েছে। এই দলটি রাস্তায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার পাশাপাশি ট্রেলারটির সব ধরনের সমস্যা দূর করে।