শীঘ্রই সমুদ্রে তলিয়ে যাবে মলদ্বীপ-সহ এই ৫টি দেশ! কোথায় যাবে এখানকার লোকেরা ?

বাংলাহান্ট ডেস্ক: শিয়রে সংক্রান্তি! অদূর ভবিষ্যতে প্রকৃতির ব্যাপক ধ্বংসলীলা প্রত্যক্ষ করতে চলেছে গোটা মানব জাতি। বিদেশে ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা করছেন? তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান মলদ্বীপ। কারণ আগামী কয়েক বছরের মধ্যে এই দেশটি আর থাকবে না। তলিয়ে যাবে সমুদ্রের গভীরে। একইসঙ্গে আরও ৪টি দেশকেও গ্রাস করে ফেলবে সমুদ্র। এমন হলে কোথায় যাবেন এখানকার মানুষ?

গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) ও প্রচণ্ড দূষণের ফলে ক্রমশ গলছে বিশ্বের হিমবাহগুলি। ফলে বেড়েই চলেছে সমুদ্রের জলের স্তর। এরই মধ্যে উদ্বেগের কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যে হারে সমুদ্রে জলের স্তর বাড়ছে, তাতে দ্বাবিংশ শতাব্দীর মধ্যে বেশ কিছু দেশ পুরোপুরি তলিয়ে যাবে সমুদ্রের গভীরে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটি খুবই অদ্ভুত মনে হলেও আবহাওয়ার পরিবর্তন নিয়ে গবেষণার পর এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিদিন যে হারে পৃথিবীতে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাতে ক্রমশ বেড়ে চলেছে তাপমাত্রা। ফলে গোটা বিশ্বেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে। এই হারে সব কিছু চলতে থাকলে সমুদ্র বেশ কয়েকটি দেশকে গ্রাস করে ফেলবে। এর মধ্যে রয়েছে মলদ্বীপ ও টুভালুর মতো দেশ। সম্প্রতি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদ। তিনি বলেন, “আমাদের দেশ ও মানুষের কাছে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।”

জাতিসংঘের আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিগত ১২০ বছরে সমুদ্রে জলস্তর প্রায় ৬ থেকে ১০ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। সব চেয়ে আশঙ্কার বিষয় হল এই স্তর ক্রমাগত বেড়েই চলেছে। বিশ্ব উষ্ণায়ন যে হারে চলছে, তেমনটা হতে থাকলে এই শতাব্দীর শেষের দিকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে জলস্তর ৩৯ ইঞ্চি বৃদ্ধি পাবে। একইসঙ্গে বৃদ্ধি পাবে সামুদ্রিক ঝড় ও ঢেউয়ের হার। অর্থাৎ আরও উত্তাল হবে মহাসাগরগুলি। বেশ কিছু দেশ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আগেই পৃথিবীর অনেকগুলি অঞ্চল থেকে মানুষ পালিয়ে যেতে বাধ্য হবেন। কারণ সেই সব অঞ্চল গ্রাস করে ফেলবে সমুদ্র।

জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, দ্বাবিংশ শতাব্দীর মধ্যে টুভালু, মার্শাল দ্বীপ, নাউরু ও কিরিবাটি এবং মলদ্বীপ মানুষের পক্ষে থাকার অযোগ্য হয়ে পড়বে। প্রায় ৬ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে যাবেন। তাঁদের আর কোনও দেশ থাকবে না। এই তথ্য অত্যন্ত আশঙ্কার। 

টুভালুর প্রধানমন্ত্রী কওসি নাতানো সংবাদমাধ্যমে বলেছেন, “এমন যদি সত্যিই হয়, যদি সত্যিই আমাদের দেশ সমুদ্রে তলিয়ে যায়, তাও জাতিসংঘকে আমাদের একটি দেশ হিসেবে মান্যতা দিতে হবে। কারণ এটি আমাদের পরিচয়।” কিন্তু যদি দেশগুলি সত্যিই তলিয়ে যায় সমুদ্র গর্ভে, তাহলে সেখানকার মানুষ কোথায় যাবেন? বিশেষজ্ঞদের মতে, অনেক মানুষ থাকবেন যাঁরা নিজেদের ভিটে-মাটি ছেড়ে যেতে চাইবেন না।

এই বিষয়ে মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাসিদ জানিয়েছেন, মানুষ খুবই বুদ্ধিমান। তাঁরা ঠিক কিছু না কিছু উপায় খুঁজে বের করে সেখানেই বসবাস করবেন। তিনি আরও বলেন, মানুষ ভাসমান শহরে থাকতেও অভ্যস্ত হয়ে যেতে পারে। যদিও সেই দেশগুলি পর্যাপ্ত খাবার এবং অন্যান্য সুবিধা কীভাবে উৎপাদন করবে, তা এখনও পরিষ্কার নয়। প্রসঙ্গত, নভেম্বরে মিশরে অনুষ্ঠিত হতে চলেছে COP27 বৈঠক। সেখানে বিশ্ব উষ্ণায়নের ফলে হওয়া ক্ষতি একটি ইস্যু হতে পারে বলে জানা গিয়েছে। 

Subhraroop

সম্পর্কিত খবর