বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৯ বছর আগে। এখন নানাবিধ কাজের সঙ্গে যুক্ত থাকেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার, যার মধ্যে একটি হলো গল্ফ খেলা। ক্রিকেট এবং টেনিসের মতো গল্ফও সচিনের খুব পছন্দের। তিনি প্রায়শই নিজের গল্ফ খেলার নানাব ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে এবার সচিন এমন একটি ছবি পোস্ট করেছেন যা গল্ফ কোর্টেই ঘটেছে কিন্তু বিষয়টি গল্ফের সাথে সম্পর্কিত নয়।
সচিন টেন্ডুলকার গতকাল অর্থাৎ ১০ই অক্টোবর সন্ধ্যায় বিভিন্ন ভঙ্গিতে দাঁড়ানো ৩টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেখানে ফটোগ্রাফির গুনে মনে হচ্ছে তিনি যেন সূর্যকে গিলে ফেলছেন। তার ভক্তরা তার এই অভূতপূর্ব ছবি দেখে বেশ মজা পেয়েছেন এবং পোস্টটি প্রচুর পরিমাণে শেয়ারও করা হয়েছে।
তিনি এরজন্য ক্ষমাও চেয়ে ক্যাপশনে লিখেছেন, ‘দুঃখিত পশ্চিমাঞ্চল… যদি আজ সেখানে সূর্য না ওঠে।’ ভক্তরা অবশ্য গোটা ব্যাপারটি বেশ মজার ছলে নিয়েছেন। এই ছবিগুলি দেখে ভক্তরা সচিনকে মহাবীর হনুমানের ছোটবেলায় সাথে তুলনা করেছেন। সচিনও যেন অবিকল পবনপুত্রের মতোই সূর্যকে গ্রাস করার চেষ্টা করেছেন।
View this post on Instagram
পোস্টটি এখনও পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন। খুব স্বাভাবিক ভাবেই ক্রিকেট ঈশ্বরের এমন পোস্ট সাধারণ মানুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
সচিন সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের ফের আবার মাঠে দেখা গিয়েছিল। তার অধিনায়কত্বে, টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়া লিজেন্ডস টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডস দলকে ৩৩ রানে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল সচিনের দল।