কেন IPL চেয়ারম্যান হওয়ার অফার পেয়েও রাজি হলেন না সৌরভ? সামনে এলো আসল সত্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ায় এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। আজ থেকে ঠিক এক সপ্তাহ পরে ১৮ই অক্টোবর একটি নামমাত্র বোর্ড নির্বাচনের মাধ্যমে তার অপসারণ এবং প্রাক্তন ভারতীয় বিশ্বকাপের রজার বিনির ভারতীয় ক্রিকেটের মসনদে বসা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলীর জন্য এরপর একটা আকর্ষণীয় অফার প্রস্তুত করা হয়েছিল। তাকে পরবর্তী মরশুম থেকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে এই পদে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব শুক্লা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এর কারণ হিসেবে শোনা গিয়েছে যে তিনি আপাতত বিসিসিআই সভাপতি চেয়ে কম মর্যাদাপূর্ণ কোন পদের দায়িত্ব নিতে চান না। সেক্ষেত্রে তার হাতে একটি মাত্র অপশন বর্তমান থাকছে এ বিষয়ে প্রতিবেদন এর পরবর্তী অংশে আলোচনা করা হবে।

bcci sourav ganguly reuters file 1575197401

সৌরভের পরে ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলা রজার বিনি এখন ৬৭ বছর বয়সী। দেশের জার্সিতে তিনি ২৭টি টেস্ট খেলে ৪৭টি উইকেট নিয়েছেন। ১৯৮৩ বিশ্বকাপে তিনি আটটি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৮ টি উইকেট। শুধু ভারতীয় দলের না, ওই বিশ্বকাপে সমস্ত দলের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি।

আপাতত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে বিসিসিআই, সেখানে প্রেসিডেন্ট পদে থাকছেন বিনির নাম। রাজীব শুক্লা থাকছেন সহ-সভাপতি হিসেবে। জয় শাহই ফের হবেন সচিব। দেবোজিৎ সাইকিয়া হবেন যুগ্ম সচিব।

সৌরভকে কেন বিসিসিআই সভাপতি করা হচ্ছে না সেই বিষয়ে আরও একটা কারণ প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে যে সৌরভ আগামী আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনে লড়তে পারেন। সেই সম্ভাবনা অবশ্য অনেকদিন আগের থেকেই ছিল। মনে করা হয়েছিল যে সৌরভ যখন আইসিসি সভাপতি পদের জন্য লড়বেন তখন বোর্ড সভাপতি পদে উঠে আসবেন জয় শাহ। কিন্তু তেমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর