বিসিসিআই সভাপতির পদ থেকে সরছেন সৌরভ, স্ত্রী ডোনাকে বিশেষ সম্মান দিচ্ছে তৃণমূল সরকার

বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ‍্যায়কে (Sourav Ganguly) নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ না দিতেই নাকি বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যেতে হচ্ছে ‘মহারাজ’কে। অভিযোগ পালটা অভিযোগে তোলপাড় রাজ‍্যের শাসক এবং বিরোধী শিবিরে। এবার চর্চায় ঢুকে পড়ল সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ‍্যায়ের (Dona Ganguly) নামও। রাজ‍্য সরকারের বিশেষ পুরস্কার পাচ্ছেন তিনি।

অসুস্থতা সত্ত্বেও দূর্গাপুজো কার্নিভ‍্যালে নৃত‍্যানুষ্ঠানের জন‍্য বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে ডোনা এবং তাঁর নাচের দলকে। পুজোর সময়েই অসুস্থ হয়ে পড়েছিলেন ডোনা। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল তাঁকে। কিছুদিন থেকেই অবশ‍্য ছাড়া পেয়ে গিয়েছিলেন তিনি।

sourav dona
প্রতি বছরই কার্নিভ‍্যালে নাচের অনুষ্ঠান করেন ডোনা এবং তাঁর নাচের গ্রুপ। এ বছর অসুস্থতা সত্ত্বেও নিজের দায়িত্ব থেকে নড়েননি সৌরভ পত্নি। নিজে নাচেননি ঠিকই, কিন্তু আগের দিন মহড়ায় উপস্থিত থেকেছেন। তাঁর এই পেশাদারি মনোভাব এবং কাজের প্রতি নিষ্ঠাকে সম্মান জানাতেই রাজ‍্য সরকারের তরফে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ‍্য, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক দেখা গিয়েছে সৌরভের। ১ লা সেপ্টেম্বর দূর্গাপুজোর সূচনা অনুষ্ঠানে মুখ‍্যমন্ত্রী এবং ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে মঞ্চে দেখা গিয়েছিল ‘দাদা’কে। তার আগেও একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে দেখা গিয়েছে তাঁকে।

অন‍্যদিকে বেশ কয়েক মাস আগে সৌরভের বাড়িতে নৈশভোজে আসতে দেখা গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গিয়েছেন সৌরভ। এবার তাঁর বিসিসিআই সভাপতির পদ থেকে সরার খবরে রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে, বিজেপিতে যোগ না দেওয়ার জন‍্যই এমনটা করা হচ্ছে সৌরভের সঙ্গে। এই চাপানউতোরের মাঝেই ডোনাকে সম্মান দেওয়ার ব‍্যাপারটা রাজ‍্য সরকারে বড় দান হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর