এক ধাক্কায় লাখো ফলোয়ার কমে কয়েক হাজার! তারকা তকমা হারালেন সৌমিতৃষা-আদৃতরা

বাংলাহান্ট ডেস্ক: আজব দুনিয়া এই সোশ‍্যাল মিডিয়া। এখানে কখন কী ঘটে যায় আগে থেকে কেউই কিছু বলতে পারে না। এই যেমন রাতারাতি ফলোয়ার (Follower) কমে গিয়েছে একাধিক সেলিব্রিটির। তাও আবার এক দুজন নয়, এক ধাক্কায় কয়েক লাখ! তারকা স্ট‍্যাটাস হারিয়ে আমজনতার দলে ঢুকতে বসেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), আদৃত রায় (Adrit Roy), স্বস্তিকা দত্ত (Swastika Dutta), উষসী রায়দের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টের ফলোয়ার সংখ‍্যা এক ধাক্কায় কমে নেমে গিয়েছে কয়েক হাজারে।

এই মুহূর্তে টেলিপাড়ার নামী অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম আদৃত, সৌমিতৃষা, স্বস্তিকা, উষসী, তন্বী লাহা রায় রা। প্রত‍্যেকেরই ফলোয়ার সংখ‍্যা লাখের উপরে। কিন্তু বুধবার কোন জাদুবলে এক ধাক্কায় সমস্ত ফলোয়ার বেপাত্তা। লাখ থেকে সংখ‍্যাটা নেমে দাঁড়ায় হাজারে।

Mithai omi
কাণ্ড দেখে থ স্বস্তিকা দত্ত। ফেসবুকে লিখেই দিলেন, ৪ লাখ থেকে ৯ হাজার! কারণটা? কমেন্ট বক্সে দুঃখ জানান ‘তোর্সা’ তন্বী লাহা রায়ও। তিনিও পড়েছেন একই সমস‍্যায়। শুধু এঁরা দুজন নয়, সৌমিতৃষা, আদৃতের মতো তারকাদেরও কয়েক লাখ ফলোয়ার কমে দাঁড়ায় ৯ হাজারে। এমনকি স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কয়েক কোটি ফলোয়ার কমে হয় ১০ হাজারের নীচে। ব‍্যাপারটা কী? প্রযুক্তিগত সমস‍্যা নাকি অন‍্য কিছু?

swastika dutta
শোনা গিয়েছিল, ফেসবুক ফেক বা পেইড ফলোয়ার সাফাই অভিযান শুরু করেছে। তারকাদের মধ‍্যে অনেকেই জনপ্রিয়তা বাড়াতে পেড ফলোয়ারের দ্বারস্থ হন। সোশ‍্যাল মিডিয়া এখন অর্থ রোজগারের অন‍্যতম গুরুত্বপূর্ণ মাধ‍্যম। ফলোয়ার সংখ‍্যার উপরেও নির্ভর করে রোজগার এবং জনপ্রিয়তার অনেকটা।

এমতাবস্থায় ফলোয়ার যদি কমে যায় তাহলে বড়সড় বিপদে পড়তে পারেন সেলিব্রিটিরা। বিষয়টা নিয়ে মজা করতে ছাড়েননি অভিনেতা অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়ও। মজা করে লিখেছেন, তাও ভাল ফেসবুকে ফলোয়ার কমেছে। ইনস্টাগ্রামে ডিজিটাল ক্লেনসিং হলে অনেকে ‘ফুলটু কেস’ খেতেন।

সেসব অবশ‍্য কিছুই হয়নি। কারণ পুরনো ফলোয়ার সংখ‍্যা আবার ফেরত এসে স্বস্তি দিয়েছে তারকাদের।  ফেসবুকের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, ফলোয়ার কমার বিষয়টা তাদের অবগত। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর