সিন্ডিকেট বিবাদে খাস কলকাতায় চলল গুলি, আহত এক মূক-বধির ব্যক্তি

বাংলাহান্ট ডেস্ক : সিন্ডিকেট রাজের প্রভাব (Syndicate Clash)। আবারও কলকাতা শহরে গুলি চলল (Shootout at Entally) ৷ আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হলেন এক হতভাগ্য মূক ও বধির ব্যক্তি। তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ ঘটনাটি ঘটেছে এন্টালি থানার পটারি রোডে ৷ মঙ্গলবার রাতে ইমারতি ব্যবসার দখল এবং এলাকার প্রভাব খাটানো নিয়ে দুই ব্যক্তির ঝামেলার জেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে ৷

জানা গিয়েছে, দীপক দাস এবং তাপস নস্কর নামে দুই ইমারতি ব্যবসায়ীর মধ্যে এলাকায় প্রভাব খাটানো নিয়ে দশমীর রাতে প্রবল ঝামেলা হয়। সেই বচসার পর মঙ্গলবার রাতে দীপক দাসকে লক্ষ্য করে গুলি চালান তাপস নস্কর ৷ এন্টালি থানা এলাকার পটারি রোড ধরে বাইকে করে যাচ্ছিলেন দীপক দাস। তখনই তাপস নস্কর তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ উঠে আসছে৷ কিন্তু, বিপদ বুঝতে পেরে দীপক দাস দ্রুত বাইক চালিয়ে কোনও রকমে সেখান থেকে পালিয়ে যান৷

কিন্তু, তাপসের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার পাশে এক মূক ও বধির ব্যক্তির পেটের ডানদিকে লাগে (Deaf and Dumb Man Injured in Entally Shootout) ৷ স্থানীয়রা সেখানে ছুটে আসলে, তাপস ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ তারপর স্থানীয়রাই আহত ব্যক্তিকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন ৷ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিসের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়। তিনি জানান, সঠিক কী ঘটনা ঘটেছে, তা পুলিস তদন্ত করে দেখছে ৷ এর পিছনে সিন্ডিকেটের হাত রয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন এক দীপক দাস। আর তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালান তাপস। তখন গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মূক-বধির এক বৃদ্ধের পেটে লাগে। ৬৩ বছরের ওই বৃদ্ধের নাম রতন সাধুখাঁ। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর