‘অতিরিক্ত দামি’ সোনার গয়না পরেন, এদিকে সামান‍্য তাঁতিদের টাকা মেরে দেন! সুদীপাকে ধুয়ে দিলেন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: উঠতে বসতে ট্রোল হচ্ছেন সুদীপা চট্টোপাধ‍্যায় (Sudipa Chatterjee)। বিতর্ক তাঁকে ছায়ার মতো অনুসরণ করে। তিনি যাই করেন, যাই বলেন তা নিয়েই শুরু হয়ে যায় সমালোচনা। এবার শাড়ি, গয়নার পোস্ট শেয়ার করে একপ্রস্থ ট্রোলড হলেন সঞ্চালিকা।

সকলেই জানেন, ‘রান্নাঘর’ এর সঞ্চালনার পাশাপাশি শাড়ি, গয়নার ব‍্যবসাও আছে সুদীপার। নিজস্ব একটি বুটিক আছে তাঁর, সেখানে বিভিন্ন ধরণের শাড়ির পাশাপাশি গয়না এবং বিভিন্ন প্রদেশের শিল্পকর্মও পাওয়া যায়। বেশ অনেকদিন হল ব‍্যবসা শুরু করেছেন সুদীপা। কিন্তু এর জন‍্য প্রথম থেকে ট্রোলড হয়ে আসছেন তিনি। কখনো নিজের গয়নার বড়াই করে, কখনো ছোট্ট ছেলে আদিদেবকে সোনার পৈতে পরিয়ে সমালোচনার শিকার হয়েছেন সুদীপা।

Sudipa scaled
এমনকি একবার জনৈক নেটনাগরিক সুদীপার একটি কানের দুল নিয়ে কৌতূহল প্রকাশ করে তাঁকেও বেনজির আক্রমণ করেছিলেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, তিনি সোনার গয়না ছাড়া পরেন না। সুদীপার এহেন মানসিকতাকে অনেকেই ‘অহংকারী’ বলে কটাক্ষ করেছিলেন। তারপর থেকেই গয়না নিয়ে কোনো পোস্ট করলেই ট্রোলড হন তিনি।

সম্প্রতি নিজের নবমী লুকের ছবি শেয়ার করে সুদীপা জানান, এই শাড়ি এবং গয়না এবার সকলেই নিজের করে পেতে পারবেন। নিজের লুকের ছবি সহ  শাড়ি এবং গয়নার কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার নবমী লুকটার সবাই এত প্রশংসা করেছে যে সবার জন‍্য এত লুকটা আমাকে বানাতেই হল যত তাড়াতাড়ি সম্ভব। এটা আপনাদের দিওয়ালি লুকও হতে পারে।’

লুকের সম্পর্কে তিনি আরো লিখেছেন, একটা তসর বেনারসী শাড়ি আর দুটো নেকলেসের সেট যেগুলো তামা, ব্রোঞ্জের উপরে সোনার পালিশ করা হবে। তবে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর নিজের হারদুটি সোনার এবং ‘অত‍্যন্ত দামি’। তবে তিনি নিশ্চিত করেছেন যে দুই হারে কোনো ফেরফের হবে না। কারণ দুটো হারই একই দক্ষিণ ভারতীয় কারিগর তৈরি করবেন।

Sudipa chatterjee 1 scaled
সুদীপার ‘অত‍্যন্ত দামি’ হারের মন্তব‍্যটি নেটিজেনদের চোখে লেগেছে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে ট্রোলিং। একজন লিখেছেন, ‘সুদীপা দিদির অনেক সোনা আছে এটাই কি উনি জানাতে চান?’ আরেকজন লিখেছেন, সুদীপা নিজে যেটা পরেছেন সেটাও সোনার নয়। উনি পুজোতে অনেক ইমিটেশনের গয়না পরেছিলেন। সেগুলো স্পষ্ট করে বলতে লজ্জা লাগে?

উত্তরে একজন কটাক্ষ করেছেন, উনি খুব লোক দেখাতে ভালবাসেন। আবার বলে বলে দেখান, এটা করেছি, ওটা করেছি, সোনা, হীরে… এদিকে অতিরিক্ত দামী গয়না বলছে অথচ তাঁতিদের সামান‍্য টাকা দিতে পারে না। সেটা মেরে দেয়। সুদীপার নৈতিক শিক্ষার অভাব আছে বলেও কটাক্ষ করেছেন অনেকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর