পশ্চিমবঙ্গে সৌরভের চেয়ে বড় ক্রিকেটার শাহরুখ খান! তৃণমূলকে জবাব দিলীপের

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক দিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) থেকে শাহরুখ খান (Shah Rukh Khan) বড় ক্রিকেটার৷’ বুধবার নিউটাউনের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মন্তব্য করেন৷

এদিন তাঁকে প্রশ্ন করা হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপি করলেন না বলেই কী বিসিসিআই পদে আর থাকছেন না? এর জবাবে তৃণমূলকে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘কোনও প্রশ্নই নেই। তৃণমূলের কোনও কাজ নেই৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য কিছু করেনি ওরা, নামও উচ্চারণ করেনি৷ পশ্চিমবঙ্গে তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে শাহরুখ খান বড় ক্রিকেটার ৷ এখন সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য এত কান্নাকাটি করছে কেন? তাঁকে তারা প্রেসিডেন্ট করেছে?’

   

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এদিন দাবি করেন, ‘তিনি সফলভাবে খেলেছেন, প্রেসিডেন্ট ছিলেন, তাঁর কার্যকাল পুরো হয়েছে ৷ তাঁর উপস্থিতিতে তাঁর সভাপতিত্বে সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে পরের সভাপতি হবেন রজার বিনি৷’ এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘তাঁর তো কোনও কষ্ট নেই, তিনি কোনও অভিযোগ করেছেন কি? নাকি তিনি কোনও দিন কোনও দলে যেতে চেয়েছেন? কে তাঁকে অফার দিয়েছে? শান্তনু সেন বা কুণাল ঘোষের সামনে অফার দিয়েছে? নাহলে কী করে জানলেন ওঁরা?’

দিলীপ বাবু আরও বলেন, ‘তাঁকে জোর করে বিজেপি তে পাঠিয়ে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে৷ আজকে তাঁর জন্য কান্নাকাটি করছে, কারণ তৃণমূল দলটা এখন গাড্ডায় পড়েছে৷ পুরোটা অনিয়মে ভরে গেছে, বাঁচার আর কোনও রাস্তা নেই, তাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে বাঁচার চেষ্টা করছে৷’ সভাপতি পদে আর থাকছেন না সৌরভ এটা একরকম নিশ্চিত। তাহলে কী রাজনীতিতে এবার যোগ দিতে পারেন সৌরভ, এই প্রশ্নের উত্তরে দিলীপবাবুর পরিস্কার বলেন, ‘সেটা ওঁকে জিজ্ঞাসা করুন৷’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দেখা যাবে না। তাঁর জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রাক্তন ক্রিকেটার রজার বিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর