বাংলাহান্ট ডেস্ক : এ বছরের হিন্দু মহাসভা (Hindu Mahasabha) আয়োজিত দুর্গাপুজো রীতিমতো বিতর্ক সৃষ্টি করেছিল। এই দুর্গাপূজায় দেখা যায় মা দুর্গা অশুরকে নয়, বধ করছেন মহাত্মা গান্ধীরুপী একজনকে। পুজোর এই ছবি প্রকাশে আসতে সারা রাজ্য জুড়ে শুরু হয়ে যায় শোরগোল। তুমুল সমালোচনার শিকার হয় হিন্দু মহাসভা। শেষে বিতর্কের মাঝেই অসুরের মাথায় চুল লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুজো কমিটি।
এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই কাজ যারা করেছে, জনতা তাদের শাস্তি দেবে। বৃহস্পতিবার আলিপুরের উত্তীর্ণ স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেশ কিছু রাজনৈতিক নেতা বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুর্গাপুজো করতে দেয় না। আপনারা দুর্গাপুজো করছেন, আর সেখানে মহাত্মা গান্ধীকে অশুর বানিয়েছেন। জনতা আপনাদের শাস্তি দেবে।”
পাশাপাশি তিনি আরোও বলেন, “এই ঘটনা জানার পর থেকে আমি খুবই ব্যথিত। কিছু বলতে পারছিলাম না। এখানে তো আমরা সবাই শান্তি করে পূজা করছি।”এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য পেশ করা হলেও এতদিন চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলে প্রশ্নও উঠেছিল যে এই বিষয়টি নিয়ে কেন মুখ খুলছেননা তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা আজ উত্তীর্ণ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তাই হয়তো বিষয়টি নিয়ে বক্তব্য রাখলেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য, “এই বিষয়টি আমি জানতাম না। যখন জানলাম তখন পুলিশকে বললাম যে ব্যবস্থা নিতে। আমি শুধু চাইছিলাম যে শান্তিতে পুজো হোক।”