বাংলাহান্ট ডেস্ক: হিন্দু বাড়িতে পুত্রসন্তান হলে কেউ আর শুভেন্দু (Suvendu Adhikari) নাম রাখবে না, বিরোধী দলনেতাকে ফের নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের তারকা সদস্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শিলিগুড়িতে দলের বিজয়া সম্মীলনীতে গিয়ে নাম নিয়ে তৃণমূল ত্যাগী বিরোধী দলনেতাকে কটাক্ষ করে বসলেন অভিনেত্রী।
বুধবার ইকো পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যেমন বিজয়া সম্মীলনীর আয়োজন করা হয়েছিল, তেমনি শিলিগুড়ির নকশালবাড়িতেও বিজয়া সম্মীলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের তারকা সদস্য সায়ন্তিকা। মঞ্চে বক্তৃতা দেওয়ার সময়েই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন তিনি।
কটাক্ষ শানিয়ে সায়ন্তিকা বলেন, মুসলমান পরিবারে সন্তান জন্মালে যেমন তার নাম কখনো মীরজাফর রাখা হয় না, তেমনি আগামী দিনে হিন্দু পরিবারে পুত্রসন্তান জন্মালে তার নাম যেন শুভেন্দু না রাখা হয়। কারণ দুধকলা দিয়ে কালসাপ অনেক পোষা হয়েছে। এবার থেকে কালসাপ দেখলেই আগে বিষদাঁত ভাঙতে হবে, তারপর বিদায় করা হবে।
এমনটা অবশ্য প্রথম নয়। এর আগেও এমন বিষ্ফোরক মন্তব্য শোনা গিয়েছিল সায়ন্তিকার মুখে। গত মার্চ মাসে বাঁকুড়া পুরসভার জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেনজির তোপ দেগেছিলেন তিনি। সায়ন্তিকা বলেছিলেন, “মুসলিম পরিবারে সন্তানের নাম যেমন মীরজাফর রাখা হয় না, তেমনি এবার থেকে বাঙালি পরিবারে সন্তান জন্মালে আর শুভেন্দু নাম রাখবে না।”
এদিন বিজয়া সম্মীলনীতে দলের বর্ষীয়ান সদস্যদের প্রশংসা করে সায়ন্তিকা আরো বলেন, তরুণ প্রজন্ম স্মার্ট হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেদিন যাঁরা মার খেয়েছিলেন তাঁদের অভিজ্ঞতা অনেক। পুরনো কর্মীদের গুরুত্বও তাই দলে অনেক। বিজেপির ঢঙে এদিন দলের একতার প্রচারও করেন সায়ন্তিকা।