ভারতের সর্বকালের সেরা T-20 একাদশে বানাতে গিয়ে ধোনিকেই ছেঁটে ফেললো উইজডেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট ভক্তদের বাইবেল আখ্যা পাওয়া ওইজডেন ক্রীড়া পত্রিকা সম্প্রতি ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বানিয়েছেন। সেই দলের অনেক কিছুই একদম নিখুঁত কিন্তু ভক্তরা একটা ব্যাপার দেখে অত্যন্ত আশ্চর্য হচ্ছেন। ২০০৭ সালে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির এই দলে জায়গায় হয়নি।

পত্রিকাটি তাদের দলে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং এক বছর আগে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়া বিরাট কোহলিকে জায়গা দিয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে কোন একজন অধিনায়কত্ব দায়িত্ব পালন করতে পারবেন। সেই সঙ্গে বর্তমানে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা ক্রিকেটার সূর্যকুমার যাদবকেও রাখা হয়েছে এই দলে। যেহেতু কোনও নির্ভরযোগ্য ওপেনারকে এই দলে নেওয়া হয়নি, তাই আশা করা যায় রোহিত শর্মার সাথে বিরাট কোহলিকে ওপেন করতে পাঠিয়ে সূর্যকুমার যাদবকে তিন নম্বর পজিশনের জন্য বেছে নিয়েছে উইজডেন।

মিডিল অর্ডারের জন্য দুই বাঁ-হাতি ব্যাটার, যুবরাজ সিং এবং সুরেশ রায়নাকে দলে জায়গা দেওয়া হয়েছে। দুজনেই দলের প্রয়োজনে বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে উইকেট তোলার বা রান আটকে রাখার ক্ষমতা রাখেন। তাদের সঙ্গে অভিজ্ঞ দিনেশ কার্তিককে ওই দলে জায়গা দেওয়া হয়েছে যিনি উইকেটকিপারের দায়িত্বও সামলাবেন।

hardik yuvraj raina

এরপর পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে এই দলে জায়গা দেওয়া হয়েছে। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করার ক্ষেত্রে এখন সিদ্ধহস্ত হয়ে উঠেছেন হার্দিক। সেইসঙ্গে বল হাতেও উইকেট তুলতেও তিনি অত্যন্ত দক্ষ। তারপরেই এই লাইন আপে জায়গা পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। তিনি অফ স্পিনার হিসেবে কতটা দক্ষ সে নিয়ে তো আর আলোচনার প্রয়োজন নেই কিন্তু দলের প্রয়োজনে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলতেও দেখা গিয়েছে তাকে।

মজার ব্যাপার হলো অশ্বিন ছাড়া আর কোন স্পিনারকে এই দলে জায়গা দেওয়া হয়নি। সম্ভবত যুবরাজ এবং রায়নার বল হাতে দক্ষতার কথা মাথায় রেখেই এমনটা সিদ্ধান্ত নিয়েছে ওইজডেন। বাকি তিনটি জায়গায় পেসার হিসেবে বেছে নেওয়া হয়েছে যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং আশিস নেহেরাকে। নতুন বল হাতে ভুবনেশ্বর কুমার এবং ডেথ ওভারে বুমরা কতটা কার্যকরী সেটা আর বলে বোঝানোর প্রয়োজন নেই। অনেকেরই মনে থাকবে নিজের কেরিয়ারের শেষ দিকে এসে আশিস নেহেরা টি-টোয়েন্টি ফরম্যাটে কতটা দুর্দান্ত পারফরম্যান্স করে গেছেন। সম্ভবত তার সেই পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাকে এই দলে নেওয়া হয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর