বাংলাহান্ট ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে রইল টলিপাড়া। বৃহস্পতিবার কুঁদঘাট এলাকায় এসকে মুভিজের (Eskay Movies) গোডাউনে হঠাৎ করেই বিধ্বংসী আগুন লাগে। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে যায় শুটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র। ভাগ্যক্রমে ওই সময়ে গোডাউনের ভেতরে কেউ ছিল না। তাই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন কীভাবে লাগল সেটা এখনো স্পষ্ট জানা না গেলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোডাউনে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। আশেপাশের বস্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গোডাউনের জমিটি নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। এমতাবস্থায় অনেকে সন্দেহ করছেন, আগুন আদৌ ভুলবশত লেগেছিল নাকি ইচ্ছা করে লাগানো হয়েছিল। এ প্রসঙ্গে টলিউড প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) কটাক্ষ, আগুন ইচ্ছা করেই লাগানো হয়েছে যাতে ক্ষতিপূরণ পাওয়া যায়।
তাঁর দাবি, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। রানা সরকারের সই নাকি জাল করেছিলেন তাঁরা। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বাজারে আইনি মামলাও রয়েছে। বাজারে ধারদেনা মেটাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন রানা সরকার।
এদিনের অগ্নিকাণ্ডে গুদামে রাখা শুটিংয়ের অনেক গুরুত্বপূর্ণ জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। উপরন্তু এসকে মুভিজ থেকেই শুটিংয়ের সরঞ্জাম যায় বিভিন্ন প্রযোজনা সংস্থায়। এতবড় অগ্নিকাণ্ডে ইন্ডাস্ট্রিতে কী প্রভাব পড়বে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও এসকে মুভিজের তরফে জানানো হয়েছে, গোডাউনে পুরনো ক্যামেরা রাখা ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ক্যামেরাগুলো ছিল অন্য স্টুডিওতে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা জানা যাবে খুব শীঘ্রই।