বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি এবং অন্যান্য একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কোণঠাসা করতে মরিয়া বিজেপি (Bharatiya Janata Party)। একের পর এক ঘটনাকে সামনে এনে শাসক দলকে অস্বস্তিতে ফেলতে তৎপর তারা। অথচ বর্তমানে বিজেপির যুব মোর্চার সভাপতির বিরুদ্ধেই মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠল, যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নকশালবাড়ি (Naxalbari) এলাকায়। এই ঘটনায় মাদকসহ গ্রেফতার হয়েছে অভিযুক্ত বিজেপি সভাপতি।
ঘটনার কেন্দ্রস্থল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি থানা এলাকা। এলাকায় মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সুমন মণ্ডলকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। এক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে ২৫ বোতল কাফ সিরাপ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। এবং পরবর্তীতে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এক্ষেত্রে ওই নেতার সঙ্গে মাদক পাচারকারী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ এক বছরের উপর সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল সুমন মণ্ডল। একই সঙ্গে পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছিল ওই যুবক। বর্তমানে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করার পর ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে খবর।
সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বলেন, “যে ব্যক্তিকে মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে, তার সাথে দলের সরাসরি কোন যোগাযোগ নেই। সাধারণ সমর্থক হতেই পারে। তবে আইনের কাজ আইন করবে। এরকম ব্যক্তিদের আমরা কখনোই সমর্থন করি না।”
যদিও অপরদিকে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল শিবিরের দাবি, “তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করে চলেছে বিজেপি। ওরা একের পর এক অন্যায় করে যাচ্ছে। যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সে পঞ্চায়েত সমিতিতে বিজেপির হয়ে লড়াই করেছিল। বর্তমানে তাকেই গ্রেফতার করা হয়েছে।”