আজ থেকেই শুরু টেটের ফর্ম ফিলাপ, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ কবে?

বাংলাহান্ট ডেস্ক : আইনি জটিলতা ও বিতর্কের মধ্যেই আজ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার বিকেল চারটে থেকে ৩ রা নভেম্বর পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফরম অনলাইনে পাওয়া যাবে। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ইচ্ছুক প্রার্থীরা টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

গত ২৯ শে সেপ্টেম্বর পর্ষদের তরফ থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর বিতর্কের জেরে দুইবার তার সংশোধনও করা হয়। পর্ষদের তরফ থেকে প্রকাশ করা ২৯ শে সেপ্টেম্বর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএলএড এর পাশাপাশি বিএলএড যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও টেটে বসার জন্য আবেদন করতে পারেন।

বিষয়টি নিয়ে কিছু টেট পরীক্ষার্থী মামলা করেন কলকাতা হাইকোর্টে। তাদের বক্তব্য, টেট পরীক্ষার জন্য শুধুমাত্র ডি এল এড কাজে লাগে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের পরীক্ষা কাজে আসে বিএড। তারা বলেন, প্রাথমিক শিক্ষক পদে যদি বিএড সম্পন্ন ছাত্রছাত্রীরা ঢুকে যান তাহলে সেখানে প্রতিযোগিতা বাড়বে। তাছাড়াও ডিএলএড হোল্ডাররা বঞ্চিত হবেন।

ssc 2

এরপর গত বুধবার পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি সংশোধন করে জানানো হয়, এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীরা ছাড়াও এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচলার্স ডিগ্রি পর্যায়ের পড়ুয়ারাও টেট এর জন্য আবেদন করতে পারবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর